মুম্বই: মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে অভিষেক হল সচিন-পুত্রের। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুক্রবার হরিয়ানার বিরুদ্ধে খেললেন অর্জুন তেন্ডুলকর। তবে অভিষেক ম্যাচ সুখস্মৃতি হয়ে থাকল না তাঁর কাছে। এক উইকেট পেলেও তিন ওভারে ৩৫ রান খরচ করলেন অর্জুন। মুম্বই ম্যাচে ৮ উইকেটে হেরেও গেল।
সচিন ঘরোয়া ক্রিকেটে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন হরিয়ানার বিরুদ্ধেই। লাহলিতে রঞ্জি ট্রফির সেই ম্যাচ সচিন খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ টেস্ট সিরিজের প্রস্তুতি হিসাবে। ঘটনাচক্রে, সচিন-পুত্রেরও সিনিয়র মুম্বই দলের হয়ে অভিষেক হল হরিয়ানার বিরুদ্ধে খেলেই।
মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে অভিষেক ম্যাচেই উইকেট নিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। তবে বল হাতে প্রচুর রান খরচ করলেন। ব্যাটিং ব্যর্থতার পর হতশ্রী বোলিংয়ের সৌজন্যে হরিয়ানার বিরুদ্ধে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে কার্যত ছিটকে গেল মুম্বই।
ঘরের মাঠ বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে হরিয়ানার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামে মুম্বই। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদব শিবির। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় হোম টিম। দলের হয়ে সর্বাধিক ৩৭ রান করেন অথর্ব আঙ্কোলেকর। ৩৫ রান করেন ওপেনার যশস্বী জয়সবাল। ১৪৩ রানে শেষ হয় মুম্বই শিবির। হরিয়ানার হয়ে ৪ উইকেট নেন জয়ন্ত যাদব। ৩ উইকেট নেন অরুণ চাপরানা। ১ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ১৪৪ রানে লক্ষ্য তাড়া করতে নামা হরিয়ানাকে প্রথম ধাক্কা দেন আকর্ষণের কেন্দ্রে থাকা কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। দলের ২৩ ও ব্যক্তিগত ৪ রানের মাথায় উইকেটরক্ষক আদিত্য তারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান চৈতন্য বিষ্ণোই। ৭ বলে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলা অরুণ চাপরানাকে ফিরিয়ে দেন মুম্বইয়ের শামস মুলানি। এরপর হরিয়ানার অন্যতম দুই সেরা ব্যাটসম্য়ান হিমাংশু রানা ও শিবম চৌহানের মধ্যে ১১৭ রানের পার্টনারশিপ হয়। ৭৫ রান করে অপরাজিত থাকেন রানা। ৪৩ রান করেন শিবম। ১৭.৪ ওভারে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় হরিয়ানা। এক উইকেট নিলেও মুম্বইয়ের হয়ে ৩ ওভার বল করে ৩৪ রান দেন অর্জুন তেন্ডুলকর।
Arjun Tendulkar in Cricket: মুম্বইয়ের হয়ে অভিষেক সচিন-পুত্রের, পেলেন ১ উইকেট, হজম করতে হল দলের পরাজয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jan 2021 10:25 PM (IST)
সচিন ঘরোয়া ক্রিকেটে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন হরিয়ানার বিরুদ্ধেই। লাহলিতে রঞ্জি ট্রফির সেই ম্যাচ সচিন খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ টেস্ট সিরিজের প্রস্তুতি হিসাবে। ঘটনাচক্রে, সচিন-পুত্রেরও সিনিয়র মুম্বই দলের হয়ে অভিষেক হল হরিয়ানার বিরুদ্ধে খেলেই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -