মুম্বই: প্রাক-মরসুম প্রতিযোগিতা বাপুনা কাপে মুম্বইয়ের ১৫ জনের দলে সুযোগ পেলেন কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। নাগপুরে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। মুম্বইয়ের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। বাঁ হাতি পেসার অর্জুন এর আগে গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন। তিনি টি-২০ মুম্বই লিগেও খেলেন। ভারতের সিনিয়র দলের নেটেও বল করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার মুম্বই দলে সুযোগ পেলেন সচিনপুত্র।