নয়াদিল্লি: প্রতিপক্ষকে বলতে গেলে হেলায় হারিয়ে সোনার মেয়ে হলেন গোপীচাঁদের ছাত্রী সিন্ধু। গড়লেন ইতিহাস। জাপানের ওকুহারাকে হারিয়ে ব্যাডমিন্টনে দেশের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলেন হায়দরাবাদি কন্যা। সিন্ধুপ্লাবনে ভেসেছে আসমুদ্রহিমাচল। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাঁর জন্য। অবশেষে সোমবার গভীর রাতে দেশের মাটি ছুঁলেন সোনাজয়ী সিন্ধু। সঙ্গে তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদ। নয়াদিল্লি পৌঁছানোর পর ভাসলেন উষ্ণ অভ্যর্থনায়। সকাল থেকেই ব্যাডমিন্টনের নতুন বিশ্বচ্যাম্পিয়নকে নিয়ে উচ্ছ্বসিত রাজধানী। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের একের পর এক প্রশ্ন সামলালেন হাসি মুখে। ক্লান্তির ছাপ ছিল না বিশ্বজয়ী ব্যাডমিন্টন তারকার মুখে। বললেন, ‘আমি খুব খুশি। আমি আমার দেশের জন্য গর্বিত। বহু প্রতীক্ষা ছিল এই জয়ের জন্য’।
মঙ্গলবার সকালে সকালে ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজুর প্রাতঃরাশের আমন্ত্রণে তাঁর বাসভবনে যান পিভি সিন্ধু ও কোচ গোপীচাঁদ। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ১০ লক্ষ টাকা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।ব্যাডমিন্টন তারকার প্রশিক্ষকও তাঁর ছাত্রীর সাফল্যে দৃশ্যতই খুশি। বললেন, সিন্ধু সোনা জন নিঃসন্দেহে বিশেষ ব্যাপার, কিন্তু তাঁর আগের পুরষ্কারজয় গুলোও ভোলার নয়।
সিন্ধু তাঁর সাফল্যের জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ক্রীড়া মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন। সামনেই অলিম্পিক। কীভাবে নিজেকে প্রস্তুত করছেন। আরও কঠিন পরিশ্রম, সহাস্যে উত্তর সিন্ধুর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন পিভি সিন্ধু। নিজের বাসভবনে সিন্ধুকে অভিনন্দন জানানোর পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। ট্যুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন,
ভারতের গর্ব। দেশের জন্য সোনা জিতে এনেছেন। পিভি সিন্ধুর সঙ্গে দেখা করতে পেরে খুশি।ওঁকে অভিনন্দন জানিয়েছি। শুভেচ্ছা জানালাম, আগামী টুর্নামেন্টগুলির জন্য।