নয়াদিল্লি: মুম্বইয়ের হয়ে খেলছেন মাত্র দুইটি ম্যাচ। গত মরসুমের রঞ্জি ট্রফির মাঝপথেই বাদ পড়তে হয়েছিল দল থেকে। এবারে মুম্বইই ছাড়তে চলেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)।


দুই ম্যাচে সুযোগ


বেশ কয়েক বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল দলে থাকলেও প্রথম একাদশে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি অর্জুন। মুম্বইয়ের ঘরোয়া দলের হয়েও পরিস্থিতি প্রায় একই। ২০২০-২১ মরসুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানা ও পুদুচেরির বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলেছিলেন সচিনপুত্র। ওই শেষ, তারপর আর দলে খেলার সুযোগ পাননি তিনি। এবারেরও মুম্বইয়ের সাদা বলের সম্ভাবনাময় খেলোয়াড়দের তালিকায় নাম রয়েছে ২২ বছর বয়সি অলরাউন্ডারের। তবে প্রথম একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব যে বেশি রয়েছে, তেমনটা বলা চলে না। বেশি করে ম্যাচ খেলার সুযোগ পাওয়ার জন্যই মুম্বই ছাড়তে চান অর্জুন।


খবর অনুযায়ী মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েসনের (Mumbai Cricket Association) কাছে ইতিমধ্যেই নো অবজেকসন সার্টিফিকেটের (এনওসি) জন্য আর্জি জানিয়েছেন সচিনপুত্র। এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, 'কেরিয়ারের এই সময়ে মাঠে নামার বেশি করে সুযোগ পাওয়াটা অর্জুনের জন্য খুবই প্রয়োজনীয়। আমদের মনে হয় এই পরিবর্তনটা অর্জুনকে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ দেবে। ওঁ নিজের ক্রিকেট কেরিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে।' শোনা যাচ্ছে মুম্বইয়ের পড়শি রাজ্য গোয়ার হয়ে খেলবেন বলে ঠিক করে ফেলেছেন সচিনপুত্র।


সত্যতা স্বীকার


ঘটনার সত্যতা মেনে নিয়ে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েসনের এক কর্তা জানান, 'আমরা বাঁ-হাতি বোলারের পাশাপাশি মিডল অর্ডারে ব্যাট করতে পারে এমন একজন একাধিক গুণসম্পন্ন খেলোয়াড়ের সন্ধানে ছিলাম। এই পরিপ্রেক্ষিতেই আমরা অর্জুন তেন্ডুলকরকে গোয়ায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানাই। আমরা প্রাক-মরসুমে ট্রায়াল ম্যাচ খেলব এবং ওঁ ওই ম্যাচগুলিতে খেলতে নামবে। নির্বাচকরা এই ম্যাচগুলির ভিত্তিতেই ওর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।'


অর্জুন কিন্তু প্রথম নন, এর আগে আরেক কিংবদন্তি পুত্রও খেলেছেন গোয়ার হয়ে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ছেলে মহম্মদ আসাউদ্দিন গোয়ার হয়ে ২০১৮ সালে দুইটি রঞ্জি ম্যাচ খেলেছিলেন। সুনীল গাওস্করের পুত্র রোহন গাওস্করও অতীতে মুম্বই ছেড়ে বেশি সুযোগ পাওয়ার উদ্দেশ্যে ১৮ বছর বয়সেই বাংলার হয়ে খেলা চালু করেন। তিনি বাংলার হয়ে একাধিক রঞ্জি মরসুমে অধিনায়কত্ব তো করেছেনই, পাশাপাশি দলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে। জাতীয় দলের হয়েও কয়েকটি ম্যাচ খেলেছেন রোহন। এবার দেখার দল বদলে অর্জুনের ভাগ্যও বদলয়া কি না।


আরও পড়ুন: আবারও সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে ফাফকে?আবারও সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে ফাফকে?