নয়াদিল্লি: ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে সই করেছিলেন ফাফ ডু প্লেসি (Faf du Plessis)। তারপর থেকে ২০২১ পর্যন্ত ( ২০১৬, ২০১৭ সালের মরসুম বাদে) সিএসকের হয়েই আইপিএলে ফুল ফুটিয়েছেন তিনি। অবশ্য গত মরসুমেই সিএসকে ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোরের হয়ে আইপিএল খেলেন ফাফ।


সুপার কিংস জার্সিতে ফাফ


বহু যুদ্ধের ঘোড়া, প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক দল ছাড়ায় বেশ হতাশ ছিলেন প্রচুর সুপার কিংস সমর্থক। তবে তাদের সেই হতাশা মিটতে চলেছে। ফের একবার সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারেন ফাফ। কিন্তু চেন্নাই সুপার কিংস নয়, বরং সুপার কিংসের জোহানেসবার্গের নতুন ফ্রাঞ্চাইজির হয়েই খেলতে দেখা যেতে পারে ফাফকে। পরের বছরের জানুয়ারিতেই দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ (CSA T20 League) শুরু হতে চলেছে। সেখানেই মার্কি খেলোয়াড়দের মধ্যে রয়েছে ফাফের নাম। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই লিগে সুপার কিংসের জোহানেসবার্গের দলের হয়ে সই করেছেন ফাফ।


বর্তমানে সিএসকের হয়ে খেলা মঈন আলিকে এই ফ্রাঞ্চাইজি সই করিয়েছে বলেই খবর। শুধু ফাফ যে জোহানেসবার্গে খেলবেনই না, সেই দলকে তিনি নেতৃত্ব দিতে পারেন বলেও খবর। বুধবারই সরাসরি কোনও খেলোয়াড়কে এই লিগের জন্য সই করানোর শেষ দিন ছিল। সেইমতোই ফাফকে আগেভাগে দলে নিয়ে নিয়েছে সুপার কিংস। সুপার কিংসের পাশাপাশি এই লিগের বাকি পাঁচটি দলও আইপিএলের দলগুলির মালিকরাই কিনেছেন। এদের মধ্যে কেপ টাউন দলটি কিনেছে মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


পাঁচ তারকাকে সই করাল এমআই 


এমআই কেপ টাউন (MI Cape Town) নামক ওই দলটি এক দুই নয়, একেবারে পাঁচ পাঁচজন তারকাকে ইতিমধ্যেই সই করিয়ে ফেলেছে এই নতুন লিগের জন্য। এই তারকারা হলেন দুই ইংল্যান্ড অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, টি-টোয়েন্টি মহাতারকা রশিদ খান, প্রোটিয়া দলের তারকা বোলার কাগিসো রাবাডা এবং উঠতি প্রোটিয়া ব্যাটার তথা এ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলা ডেওয়াল্ড ব্রেভিস। সরকারিভাবেও এই পাঁচ তারকাকে দলে নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে এমআই কেপ টাউন। সব মিলিয়ে একগুচ্ছ আন্তর্জাতিক তারকার উপস্থিতিতে বেশ বড় করে আয়োজিত হতে চলেছে রামধনুর দেশের নতুন টি-টোয়েন্টি লিগ। ২০২৩ সালে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এই লিগ শুরু হওয়ার কথা।


আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা, আমিরশাহির ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন দল, নাম কী?