মুম্বই: জে ওয়াই লেলে সর্বভারতীয় আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় মুম্বইয়ের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন অর্জুন তেন্ডুলকর। ১৭ বছর বয়সি এই ক্রিকেটার এর আগে মুম্বইয়ের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলেছেন। এবার অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন।

সচিন ১৬ বছর বয়সেই ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে তাঁর ছেলে এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি। অর্জুন অবশ্য তাঁর বাবার মতো ব্যাটসম্যান নন। এই বাঁ হাতি অলরাউন্ডার পেস বোলিংয়ের জন্যই বিখ্যাত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ডের নেটে বল করছিলেন অর্জুন। তাঁর বলে আঘাত পান জনি বেয়ারস্টো। মহিলা বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় দলের নেটেও বল করতে দেখা গিয়েছিল অর্জুনকে।