নয়াদিল্লি: অর্জুন পুরস্কারের জন্য ২৯ জন ক্রীড়াবিদের নাম মনোনীত হল। তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা, মহিলা হকি দলের সদস্য দীপিকা ঠাকুর, পুরুষ বিভাগের রিকার্ভ তীরন্দাজ অতনু দাস, ক্রিকেটার দীপক হুডা, টেনিস খেলোয়াড় দ্বিজ শরণও। নয়াদিল্লিতে বাছাই কমিটির বৈঠকের পর এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
৩১ বছরের ইশান্ত ইতিমধ্যেই ৯৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেছেন ৮০টি। আন্তর্জাতিক ক্ষেত্রে ৪০০টি উইকেট নিয়েছেন ইশান্ত।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর সাক্ষী মালিক এবং ভারত্তোলনে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মীরাবাই চানুর নামও কমিটির আলোচনায় উঠে এসেছে। তবে কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি। এই দু’জনেই যেহেতু খেলরত্ন সম্মানে ভূষিত তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু-র ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। ২০১৬ সালে খেলরত্ন পেয়েছিলেন সাক্ষী মালিক। ২০১৮ সালে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির পাশাপাশি এই সম্মান পান মীরাবাই।
Arjuna Award: অর্জুন পুরস্কারে মনোনীত ২৯ ক্রীড়াবিদ, আছেন ইশান্ত শর্মা, অতনু দাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Aug 2020 07:38 PM (IST)
৩১ বছরের ইশান্ত ইতিমধ্যেই ৯৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেছেন ৮০টি। আন্তর্জাতিক ক্ষেত্রে ৪০০টি উইকেট নিয়েছেন ইশান্ত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -