ওয়াসিম আক্রমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাক আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jan 2017 10:03 PM (IST)
করাচি: ওয়াসিম আক্রমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল পাকিস্তানের একটি আদালত৷ ২০১৫-তে আক্রমের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে৷ নিজেই থানায় এফআইআর করেন আক্রম৷ কিন্তু আদালতে তার ৩১ টি শুনানি হলেও একটিতেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে জামিন-যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে পাক-আদালত৷ ১৭ জানুয়ারির আগে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুলতান অফ স্যুইংকে৷ উল্লেখ্য, গত বছরের আগস্টে এক অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের সঙ্গে গাড়ি দুর্ঘটনা হয় আক্রমের। ওই প্রাক্তন জওয়ানের গাড়ি ধাক্কা মারে আক্রমের মার্সিডিসকে। দুই পক্ষের বচসার সময় ওই জওয়ার রিভলভার বের করে শূন্যে গুলি চালান বলে অভিযোগ। এরপর প্রভাবশালী ব্যক্তিদের মধ্যস্থতায় দুজনের মধ্যে বিবাদের নিষ্পত্তি ঘটে। ফলে দুই পক্ষই আর আদালতে শুনানিতে হাজির হননি।