তিরুঅন্ততপুরম: মাত্র কয়েকদিনের ব্যবধানে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SA 1st T20I) ইনিংসের দ্বিতীয় ওভারে তিন উইকেট তুলে নেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারেনি। তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে যায় দক্ষিণ আফ্রিকা।


শুরুতেই উইকেট


মাত্র কয়েকদিন আগেই এশিয়া কাপের পাকিস্তানের বিরুদ্ধে সহজ ক্যাচ ফেলে প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন অর্শদীপ। সেই সমালোচনার ঝড় কাটিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে এই পারফরম্যান্সে পুনরায় নিজের দক্ষতা প্রদর্শন করলেন ভারতীয় তরুণ ফাস্ট বোলার। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সের বিষয়ে কথা বলতে গিয়ে অর্শদীপ বলেন, 'শুরুতেই তিন উইকেট নিতে পারায় বেশ ভালই লাগছে। উইকেট পেলে তো সবারই আনন্দ হয়। ম্যাচের আমার পরিকল্পনা কিন্তু খুবই সহজ ছিল। ম্যাটের শুরুতে বল সুইং করছিল। আমার শুধু সঠিক জায়গাগুলিতে বল রাখার প্রয়োজন ছিল।'


ভাবনায় বিশ্বকাপ


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ প্রতিযোগিতামূলক সিরিজ। তাই এখন থেকেই বিশ্বকাপ নিয়েও চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন অর্শদীপও। তাঁর মতে বিশ্বকাপে পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই ভারতীয় দলের প্রধান লক্ষ্য। 'পরিবেশ অনুযায়ী মানিয়ে নেওয়াটাই দলের প্রথম এবং প্রধান লক্ষ্য। ওখানের পিচ কেমন খেলবে, মাঠ কেমন, সেইসবের সঙ্গে মানিয়ে নেওয়ার দরকার। আমি নিশ্চিত যে আমরা পরিবেশের সঙ্গে ভালভাবেই মানিয়ে নিতে পারব। বিশ্বকাপে ভাল পারফর্ম করতে আমি মুখিয়ে আছি।' বলেন অর্শদীপ।


মাত্র ১০৭ রান তাড়া করতে নেমে কিন্তু শুরুতে ভারতও চাপে পড়ে গিয়েছিল। শুরুতেই অল্প রানে পরপর ফিরে যান রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (৩)। ১৭/২ হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন দু'জনে। রাহুল ৫১ ও সূর্য ৫০ রানে অপরাজিত ছিলেন। এই দুই ব্যাটারের ইনিংসের সুবাদেই ২০ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় ভারত।


 Arshdeep


আরও পড়ুন: