নয়াদিল্লি: চোট সারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন দীপা কর্মকারের। জার্মানির কটবাসে অনুষ্ঠিত আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপে ভল্টে ব্রোঞ্জ পেলেন আগরতলার এই বাঙালি কন্যা। ফাইনালে তিনি ১৪.৩১৬ স্কোর করে পদক পেলেন। এই পদক জিতে ২০২০ টোকিও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার দিকে অনেকটা এগিয়ে গেলেন দীপা। রিওতে তিনি চতুর্থ স্থান পেয়েছিলেন। টোকিওতে পদক জেতাই তাঁর লক্ষ্য।


রিও অলিম্পিকের পর থেকেই বারবার চোটে জর্জরিত হচ্ছিলেন দীপা। এ বছরের জুলাইয়ে তুরস্কের মার্সিনে আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে তিনি সোনা জিতলেও, এশিয়ান গেমসে ফের হাঁটুতে চোট পান। তবে এবার দীপা বুঝিয়ে দিলেন, চোট তাঁকে লক্ষ্যচ্যুত করতে পারেনি।