২০১৯ বিশ্বকাপে সাফল্য পাওয়ার জন্য ২০১৮ আইপিএল-এর মতো ব্যাট করা উচিত ধোনির, মত লক্ষ্মণের
Web Desk, ABP Ananda | 24 Nov 2018 11:28 PM (IST)
নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির নিজেকে প্রকাশ করা উচিত। তাঁর স্বাভাবিক খেলাই চালিয়ে যাওয়া উচিত। এমনই মত প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণের। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হায়দরাবাদের এই স্টাইলিশ ডান হাতি ব্যাটসম্যান বলেছেন, ‘এম এস ধোনি একজন কিংবদন্তী খেলোয়াড়। আমার বিশ্বাস ২০১৯ বিশ্বকাপে ওর বড় ভূমিকা থাকবে। সন্দেহাতীতভাবে এখনও ও-ই বিশ্বের সেরা উইকেটকিপার। ওর ফিটনেস দুর্দান্ত।’ লক্ষ্মণ আরও বলেছেন, ‘এ বছরের আইপিএল-এ ধোনি যেভাবে ব্যাট করেছে, সেটা দেখে আমার খুব ভাল লেগেছে। ও যদিএরকম স্বাধীনতা নিয়ে খেলে, তাহলে এখনও ও বিপজ্জনক খেলোয়াড়। ও যদি নিজের স্বাভাবিক খেলা খেলে এবং নিজেকে মেলে ধরে, তাহলে আমি আত্মবিশ্বাসী যে ও ২০১৯ বিশ্বকাপে অত্যন্ত সফল হবে।’