আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপে ভল্ট ইভেন্টের ফাইনালে দীপা কর্মকার
Web Desk, ABP Ananda | 23 Nov 2018 08:12 PM (IST)
নয়াদিল্লি: চোট সারিয়ে ফের ছন্দে ফিরছেন দীপা কর্মকার। এশিয়ান গেমসে সাফল্য না পেলেও, আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপে ভল্ট ইভেন্টের ফাইনালে উঠেছেন আগরতলার এই বাঙালি কন্যা। তিনি ১৪.১০০ স্কোর করে ১৬ জন প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ স্থান পেয়েছেন। ফাইনালে ভাল পারফরম্যান্স দেখিয়ে ২০২০ অলিম্পিকের যোগ্যতা অর্জন করাই দীপার লক্ষ্য। তিনি রিও অলিম্পিকে চতুর্থ স্থান পেয়েছিলেন। টোকিওতে পদক জেতাই তাঁর লক্ষ্য। দীপা পদক জয়ের দৌড়ে থাকলেও, ভারতের অপর এক প্রতিযোগী বি অরুণা রেড্ডি হাঁটুর চোটের জন্য ছিটকে গিয়েছেন। প্রথম ভল্টের সময়ই তিনি চোট পান। ফলে দ্বিতীয় ভল্ট দিতেই পারেননি। তাঁর চোট পরীক্ষা করার জন্য এমআরআই করা হয়েছে।