মোনাকো: হার্দিক পাণ্ড্যর উচিত নিজের ব্যাটিংয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া। কারণ, অল-রাউন্ডার হিসেবে ব্যাটিংই হল তাঁর প্রধান দক্ষতা। এমনটাই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব।


কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঝোড়ো ৯৩ রান করার পর বাকি ম্যাচগুলিতে (তিনটি ফর্ম্যাটেই) একটিও অর্ধশতরান করতে পারেননি পাণ্ড্য। দেশের যে কোনও অল-রাউন্ডারকেই কপিল দেবের সঙ্গে তুলনা করা হয়। হার্দিকের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি। এই প্রসঙ্গে, স্বয়ং বিশ্বকাপজীয় প্রাক্তন ভারত অধিনায়ক জানান, তিনি চান আপাতত পাণ্ড্য চাপমুক্ত হয়ে খেলুন।


কপিল বলেন, পাণ্ড্যর মধ্যে সেই ঝলক দেখা গিয়েছে। ওর সেই দক্ষতা ও ক্ষমতা রয়েছে। কারও সঙ্গে তুলনা টানা হলে তার ওপর অতিরিক্ত চাপ দেওয়া হয়। কপিলের মতে, যে কোনও অল-রাউন্ডারকে ব্যাটিং ও বোলিং—এই দুটির মধ্যে যে কোনও একটিতে শক্তিশালী হতে হয়। পাণ্ড্য হল মূলত ব্যাটিং অল-রাউন্ডার। ফলত, তাঁর উচিত নিজের ব্যাটিংয়ের ওপর নজর দেওয়া। ব্যাটিংকে আরও শক্তিশালী করা।


কপিলের আরও দাবি, ব্যাট হাতে হার্দিক ভাল করলে, সেই আত্মবিশ্বাস বল হাতেও প্রতিফলিত হবে। কারণ, এটা সব অল-রাউন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি বলেন, পাণ্ড্য এখনও তরুণ। অথচ, এর মধ্যেই ওর ওপর প্রত্যাশার চাপ অনেকটাই বেশি। তবে ওর মধ্যে দলের অন্যতম সেরা অল-রাউন্ডার হয়ে ওঠার সব প্রতিভা ও দক্ষতা রয়েছে। শুধু ওকে আরও বেশি খাটতে হবে।