ব্রিসবেন: চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারের ক্ষতের মধ্যেই আরও বড় ধাক্কা খেল ইংল্যান্ড (The Ashes)। মন্থর ওভার রেটের জন্য বিরাট জরিমানার মুখে জো রুটরা (Joe Root)। সেই সঙ্গে কাটা গেল মূল্যবান পয়েন্টও।


ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য ইংরেজ ক্রিকেটারদের একশো শতাংশ ম্যাচ ফি-ই জরিমানা করা হল। যার অর্থ, এই ম্যাচ থেকে কোনও ফি-ই পাবেন না জো রুট-ক্রিস ওকস-বেন স্টোকসরা। পাশাপাশি ৫ ওভার পিছিয়ে থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের ৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রত্যেক স্লো ওভার রেটের জন্য এক পয়েন্ট করে কাটা যায়। এদিকে, আচরণবিধি ভাঙায় ম্যাচের সেরা অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডেরও ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।


অ্যাশেজ সিরিজ (The Ashes 2021-22) শুরু হওয়ার আগে থেকেই বিতর্কে জর্জরিত ছিল অস্ট্রেলিয়া (Eng vs Aus। মাঠের পারফরম্যান্স দিয়ে সমস্ত বিতর্কের জবাব দিল অস্ট্রেলিয়া। গাব্বায় (Gabba) অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিলেন কামিন্স-স্টিভ স্মিথরা। অজিরা এগিয়ে গেলে ১-০ ব্যবধানে। আর দলের জয়ে উজ্জ্বল অবদান রাখলেন নাথান লায়ন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে উইকেটহীন ছিলেন। দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ৪ উইকেট। টেস্ট ক্রিকেটে চারশো উইকেট হয়ে গেল তাঁর।


দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেছিলেন ডাভিড মালান ও জো রুট। ব্যক্তিগত ৮২ রানে থাকা মালানকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ড শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটা দেন লায়নই। জো রুট ৮৯ রান করে ফেরেন। তৃতীয় উইকেটে ১৬২ রান যোগ করেছিলেন রুট ও মালান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৯৭ রানে।


জয়ের জন্য ২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল অস্ট্রেলিয়া। এক উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৯ উইকেটে টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেলেন কামিন্সরা। প্রথম ইনিংসে ১৫২ রান করে ম্যাচে সেরা হয়েছেন ট্র্যাভিস হেড।


আরও পড়ুন: অস্ট্রেলিয়া অ্যাশেজের প্রথম টেস্ট জেতায় পয়েন্ট টেবিলে চার নম্বরে নেমে গেল ভারত


অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হিসেবে দুরন্ত ভঙ্গিমায় শুরুটা করলেন প্যাট কামিন্স। গাব্বায় প্রথম টেস্টে ইংল্যান্ডকে নয় উইকেটে ধরাশায়ী করে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়ে নিলেন অজিরা। কামিন্স নিজেও বল হাতে সফল। প্রথম ইনিংসে পাঁচ উইকেট সহ দুই ইনিংস মিলিয়ে তাঁর বোলিং পরিসংখ্যান ৮৯ রানে সাত উইকেট। অজি অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে এটাই সেরা বোলিং পারফরম্যান্স। ১৯৫৮ সালে রিচি বেনোও একই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে সাত উইকেট পেয়েছিলেন (১১২ রানে সাত উইকেট)। সেই নজির স্পর্শ করলেন কামিন্স।