দুবাই: ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের (The Ashes) প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিততেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে কপাল পুড়ল বিরাট কোহলিদের (Virat Kohli)। ভারতকে নেমে যেতে হল চার নম্বরে। সে যতই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়ে টেস্ট সিরিজ জেতার সাফল্য কোহলিদের ঝুলিতে থাকুক না কেন!
একসময় আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে ছিল ভারত। পরে শ্রীলঙ্কা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করায় টিম ইন্ডিয়াকে নেমে যেতে হয় দুই নম্বরে। পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে ভারতকে আরও পিছনে ঠেলে দেয়। কোহলিদের নেমে যেতে হয় তিন নম্বরে। এবার অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে দুই নম্বরে উঠে আসায় ভারত নেমে গেল চারে।
অবশ্য, পয়েন্টের নিরিখে ভারত সবার চেয়ে এগিয়ে রয়েছে। তা সত্ত্বেও তারা লিগ টেবিলের এক নম্বরে নেই। কারণ, গতবারের মতো এবারও পয়েন্টের নিরিখে নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ করা হবে সংগৃহীত পয়েন্টের শতকরা হার অনুযায়ী। সেই অনুযায়ীই নির্ধারিত হয়েছে স্ট্যান্ডিং। আপাতত ২টি টেস্ট থেকে ১০০ শতাংশ হারে ২৪ পয়েন্ট সংগ্রহ করে শ্রীলঙ্কা রয়েছে লিগ টেবিলের শীর্ষে। অস্ট্রেলিয়া ১ ম্যাচে ১০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করে ঢুকে পড়েছে দুই নম্বরে। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহে রয়েছে ৪ টেস্টে ৭৫ শতাংশ হারে ৩৬ পয়েন্ট। ৬টি টেস্টে ৫৮.৩৩ শতাংশ হারে ৪২ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে চার নম্বরে। ৪ টেস্টে ২৫ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করা ওয়েস্ট ইন্ডিজ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের পাঁচ নম্বরে।
কেকেআরের প্রাক্তন অধিনায়কের ব্যাটের শাসনে ১৪৬ রানে পরাজয় বাংলার
ইংল্যান্ডকে টপকে নিউজিল্যান্ড ছয়ে উঠে এসেছে। আর সাতে নেমে গিয়েছেন জো রুটরা। কিউয়িদের সংগ্রহে রয়েছে ২টি টেস্টে ১৬.৬৬ শতাংশ হারে ৪ পয়েন্ট। বাংলাদেশ ২টি টেস্ট খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা নেমে গিয়েছে লিগ টেবিলে সকলের নীচে। আট নম্বরে।