ব্রিসবেন: অ্যাশেজের (ashes) প্রথম টেস্টে গাব্বায় (gabba) দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছেন। কাল খেলতে নেমে শতরানও চলে আসতে পারে তাঁর ব্যাট থেকে। তবে ডেভিড মালান (Dawid Malan) বলছেন যে কয়েক মাস আগে পর্যন্তও তিনি ভাবতেন যে তাঁর টেস্ট কেরিয়ার শেষ। রুটের (joe root) সঙ্গে দ্বিতীয় ইনিংসে ১৫৯ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন। চতুর্থ দিনে তাঁর ব্য়াটের দিকে তাকিয়ে থাকবে ইংল্যান্ড অবশ্যই। এদিন খেলার শেষে মালান বলেন, ''আমি একটা সময় ভেবেছিলাম যে আমার টেস্ট কেরিয়ার শেষ, আর হয়ত কোনওদিনই আমি দেশের হয়ে টেস্ট খেলতে পারব না।'' ৩৪ বছরের বাঁহাতি ব্যাটার আরও বলেন, ''আজ খেলার সময় রুটের সঙ্গে কথা হচ্ছিল। সেই সময় ও আমাকে বলেছিল যে গ্যালারিতে বার্মি-আর্মিরা গান করছে, কেমন লাগছে? তখন আমি ওকে বলেছিলাম যে এই জিনিসটা এতদিন ভীষণভাবে মিস করছিলাম আমি।''


প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ১৪৭। জবাবে অস্ট্রেলিয়া ট্রাভিস হেডের ১৫২ ও ওয়ার্নারের ৯৪ রানর সুবাদে ৪২৫ রান বোর্ডে তুলে নেয়। ২৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে এদিন ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ২ ইংল্যান্ড ওপেনার হাসিব হামিদ ও ররি বার্নস দুজনেই ব্যর্থ হন। প্রথম জন এদিন ২৭ রান করে স্টার্কের বলে আউট হয়ে ফিরে যান। স্টার্কের বলে আউট হন তিনি। দ্বিতীয় জন ১৩ রান করে কামিন্সর বলে আউট হন। তবে এরপরই জো রুট ও ডেভিড মালান মিলে দলের স্কোর বোর্ড সচল রাখার কাজ শুরু করেন। 


অস্ট্রেলিয়ার বোলাররা বাকি সময়টা আর কোনও উইকেট ফেলতে পারেননি। রুট ১৫৮ বলে ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত দিনের শেষে নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। সমসংখ্যক বাউন্ডারি হাঁকিয়ে ১৭৭ বলে ৮০ রানের ইনিংস খেলেন ডেভিড মালান। তৃতীয় দিনের শেষে যখন মাঠ ছাড়ছেন ২ জন, তখন ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলে নিয়েছে ইংল্যান্ড।


আরও পড়ুন: ''বিরাটেরই উচিত ছিল সরে দাঁড়ানো'', সৌরভের পাশে দাঁড়িয়ে মন্তব্য প্রাক্তন পাক তারকার