সিডনি: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে তাল কাটল বৃষ্টি। সিরিজ আগেই মুঠোয়। ৫ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিডনি টেস্টে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম দিনে খেলার মাঝে বারবার বাধা হয়ে এল বৃষ্টি। ম্যাচের ৩ সেশনে মাঝে মাঝেই বৃষ্টি নামল। যার জন্য মাত্র ৪৬.৫ ওভার খেলা সম্ভব হল। একটি করে উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড। 


এদিন খেলার শুরুতেই প্রবল বৃষ্টি শুরু হয়ে। ফলে খেলা শুরু হতেই অনেক দেরি হয়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিংয়ে ভালই শুরু করেছিলেন ২ অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিস। কিন্তু ২ জনেই সেট হয়েও ফিরে জান ত্রিশের ঘরে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩০ রানের ইনিংস খেলে ব্রডের শিকার হন তিনি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন বাঁহাতি তারকা ওপেনার। এরপর মারনাস নাবুশেনকে নিয়ে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন হ্যারিস। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন অ্যান্ডারসন। রুটের হাতে ক্যাচ দিয়ে ৩৮ রান করে ফিরে যান হ্যারিস। এর আগে ২১.৪ ওভারের মাথায় বৃষ্টি নামে ফের। চা পানের বিরতি পর্যন্ত আর কোনো বল খেলা সম্ভব হয়নি। 


লাবুশেনও সিডনিতে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তাঁকে দুর্দান্ত স্পেলে ফিরিয়ে দেন মার্ক উড। বাটলারের হাতে ক্যাচ দিয়ে ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটার। এরপর দিনের বাকি সময়টা ক্রিজে কাটিয়ে দেন স্টিভ স্মিথ ও এই ম্যাচে একাদশে সুযোগ পাওয়া উসমান খোয়াজা। কিন্তু ৪৭ তম ওভারের সময় ফের বৃষ্টি নামায় খেলা থামাতে বাধ্য হন আম্পায়াররা। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। সিডনি স্মিথের ঘরের মাঠ। কাল এই মাঠেই দর্শকদের সামনে বড় ইনিংস খেলতে চাইবেন প্রাক্তন অজি অধিনায়ক।