সিডনি: সিডনি টেস্টে অদ্ভুত ঘটনা। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট চলছে সিডনিতে। অ্যাশেজের প্রথম ৩ টেস্ট জিতে সিরিজ এরমধ্যেই পকেটে পুরে নিয়েছে অজিরা। বাকি ২ ম্যাচ এখন নিয়মরক্ষার। কিন্তু অ্যাশেজের মঞ্চ রোমাঞ্চের কমতি কোনোভাবেই হতে পারে না। ঠিক যেমন খেলার তৃতীয় দিনে হল ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়। স্ট্যাম্পে লাগল বল, নড়ল না বেল, লেগবিফোর দিলেন আম্পায়ার, কিন্তু কেন?


অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪১৬ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার দিয়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে এক সময় ৩৬/১ থেকে মুহূর্তের মধ্যে ৩৬/৪ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস লাঞ্চের আগে। লাঞ্চের পরে দলের হাল ধরেছিলেন জনি বেয়ারস্টো ও বেন স্টোকস। ইংল্যান্ডের স্কোর তখন ছিল ৪ উইকেট হারিয়ে ৫৭। আক্রমণে ক্যামেরন গ্রিনকে নিয়ে আসেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। 


গ্রিন অ্যারাউন্ড দ্য উইকেট থেকে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর প্রথম বল অফস্ট্যাম্পের একটু বাইরে রাখেন। স্টোকস বলটা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু বল হালকাভাবে স্ট্যাম্প ছুয়ে চলে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে বল স্ট্যাম্পে আঘাত করলেও বেল একটুও নড়েনি। এদিকে অজি প্লেয়াররা লেগবিফোরের আবেদন করে বসেন। আম্পায়ার পল রাইফেলও অনুমান করেন যে এটি আউট। তিনিও আঙুল তুলে দেন। স্টোকস সঙ্গে সঙ্গে রিভিউ নেন। কারণ তিনি নিশ্চিত ছিলেন যে বল প্যাডে লাগেনি তাঁর। পরে যখন থার্ড আম্পায়ারের কাছে ভিডিওতে দেখা হয়, তখন দেখা যায় যে বল স্ট্যাম্পে লেগেছিল। কিন্তু ভাগ্য সঙ্গ দেওয়ায় সে যাত্রায় বেঁচে যান ইংল্যান্ড অলরাউন্ডার। পরে যদিও ৬৬ রানের মাথায় নাথান লায়নের বল আউট হয়ে যান তিনি।


 






এদিকে অ্যাশেজে ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। ওপেনিংয়ে ফের রান পেলেন না হাসিব হামিস ও জ্যাক ক্রলি। খাতা খোলার আগেই এদিন প্যাভিলিয়নে ফেরেন জো রুট। অস্ট্রেলিয়া ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে।