সিডনি: ২ জনেই ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন। একজন সেঞ্চুরি হাঁকিয়েছেন তো অন্যজন গুরুত্বপূর্ণ সময়ে অর্ধশতরানে ইনিংস খেলেছেন। কিন্তু ব্যাট হাতে পারফরম্যান্স নয়। সিডনি টেস্টে খারাপ অভিজ্ঞতার শিকার হতে হল জনি বেয়ারস্টো (Jonny Bairstow) ও বেন স্টোকসকে (Ben Stokes)। ড্রেসিংরুমে ফেরার সময় বডি শেমিংয়ের শিকার হতে হল তাঁদের। সিডনি টেস্টের তৃতীয় দিনের ঘটনা। ঠিক কী হয়েছিল?
একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে চা পানের বিরতিতে ২ ব্যাটারই ড্রেসিংরুমে ফিরছিলেন। সে সময় হঠাৎ একজন বলে বসেন, "স্টোকস তুমি মোটা।" আবার একজন বলে বসেন, ''বেয়ারস্টো তোমার জাম্পারটি খোলো এবার। কিছু ওজন কমাও এবার।'' স্টোকস শুধু হাসিমুখে ব্যাপারটা মেনে নিলেও বেয়ারস্টো চুপ থাকেননি। তিনি পালটা বলেন, ''এটাই ঠিক যে তোমরা পেছনে ঘুরে চলে যাও এখান থেকে।'' উল্লেখ্য এর আগেও এই ৩ জনকে এসসিজি থেকে বহিষ্কার করা হয়েছিল।
খেলার পর এই নিয়ে শতরানকারী ইংরেজ ব্যাটার প্রশ্ন করা হলে তিনি বলেন, ''কখনো কখনো পালটা মুখ খুলতে হয়। একদমই এই বিষয়টা উচিত নয়। কিন্তু সমর্থকরা মাঝে মাঝে সীমা লঙ্ঘন করে ফেলে। তখন তাঁদেরকেও জবাবটা দেওয়া উচিত। আমরা আমাদের দায়িত্ব পালন করতে মাঠে নামি। এই ধরনের মন্তব্য ভীষণভাবে অনভিপ্রেত।''
গতকালই অ্যাশেজের মঞ্চে সেঞ্চুরি জনি বেয়ারস্টোর। এবারের সিরিজে প্রথম ইংরেজ ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জনির ব্যাটে ভর করেই সিডনি টেস্টে ফলো অনের লজ্জা এড়াল ইংল্যান্ড। এক সময় প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। ইংল্যান্ডের হয়ে অর্ধশতরান করেন বেন স্টোকস। জনি বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে ১২৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি।