কলকাতা: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের বেশিরভাগই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। অভিষেকেই জোফরা আর্চারের বিধ্বংসী বোলিং, অলরাউন্ডার বেন স্টোকসের দুরন্ত সেঞ্চুরি এবং অস্ট্রেলিয়ার সুপার-সাবস্টিটিউট লাবুশানের লড়াকু ইনিংস, স্মিথের বাউন্সারে আহত হওয়া, তাঁর ৯২ রানের ইনিংস ছিল চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের উল্লেখযোগ্য ঘটনা। রুদ্ধশ্বাস একটা পরিণতির দিকে এগোচ্ছিল এই টেস্ট। শেষপর্যন্ত ম্যাচ ড্র হয়ে যায়।
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২৫১ রানে হারের পর একদিনের ক্রিকেটের নতুন বিশ্ব চ্যাম্পিয়নরা লর্ডস টেস্টে সেই হারের বদলা নিতে পারল না।
চলতি অ্যাশেজ সিরিজে যে মানের ক্রিকেট খেলা হচ্ছে, তাতে মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতি সৌরভ মনে করেন, অন্যান্য দলগুলিকেও খেলার মান উন্নত করতে হবে এবং লালবলের ক্রিকেটের আকর্ষণ বাঁচিয়ে রাখতে হবে।
সৌরভের ট্যুইট- অ্যাসেজ সিরিজ টেস্ট ক্রিকেটের উত্তেজনা জিইয়ে রেখেছে..এখন অন্যান্য দলগগুলিকেও তাদের খেলার মানের উন্নতি ঘটাতে হবে।



অ্যাসেজে অস্ট্রেলিয়া ১-০ এগিয়ে।আগামী বৃহস্পতিবার হেডিংলিতে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট।