অ্যাডিলেড: তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan) ও অনিল কুম্বলের (Anil Kumble) পরেই। পেসারদের মধ্যে তিনিই টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার। ৩১ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর নামের পাশে।


সেই জেমস অ্যান্ডারসন (James Anderson) অবশ্য ব্যাট হাতে এমন এক কীর্তি গড়ে ফেলেছেন, যে রেকর্ড অবিশ্বাস্য। এমনকী, সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, রিকি পন্টিং থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট বা কেন উইলিয়ামসন, কারও নেই। বিশেষজ্ঞ বোলার ব্যাট হাতে যে নজির গড়লেন, তা টেস্ট ক্রিকেটের ইতিহাসে আর কোনও ব্যাটসম্যানেরই নেই!


কী করেছেন ইংরেজ পেসার?


অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৫ রানে অপরাজিত থাকা অ্যান্ডরসন এমন এক বিরল ‘সেঞ্চুরি’ করেছেন, যা টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি ৫১টি শতরান করা তেন্ডুলকরও করতে পারেননি। এমনকী, প্রায় একশোর কাছাকাছি অবিশ্বাস্য ব্যাটিং গড় থাকা স্যার ডন ব্র্যাডম্যানেরও যে নজির ছিল না।


টেস্টে এই নিয়ে মোট ১০০ বার ব্যাট করতে নেমে অপরাজিত থাকলেন অ্যান্ডারসন। ১৬৭টি টেস্টের ২৩৪টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নামেন অ্যান্ডারসন। যার মধ্যে ১০০ বার অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইংরেজ পেসার। অ্যান্ডারসনের এই রেকর্ডের ধারে কাছে কেউ নেই। কিংবদন্তি কোর্টনি ওয়ালস এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। ক্যারিবিয়ান পেসার টেস্টে মোট ৬১ বার অপরাজিত ছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন। তিনি টেস্টে মোট ৫৬টি ইনিংসে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের বব উইলিস ৫৫ বার ও নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন ৫২ বার নট আউট ছিলেন।


আরও পড়ুন: দলে সুযোগ না পেয়ে নির্বাচক-কোচকে গালিগালাজ! তোলপাড় বঙ্গ ক্রিকেট


গোলাপি বলে দিন-রাতের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার (The Ashes) শাসন চলছে। অ্যাডিলেডে মিচেল স্টার্কের (Mitchell Starc) গতির আগুনে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৩৬ রানে। ২৩৭ রানের লিড নিলেও অবশ্য জো রুটদের (Joe Root) ফলো অন করাল না অস্ট্রেলিয়া। বরং দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাট করতে নামল। তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর ৪৫/১। ১৩ রানে রান আউট হয়ে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ক্রিজে রয়েছেন মার্কাস হ্যারিস ও মাইকেল নাসের। অস্ট্রেলিয়া এগিয়ে ২৮২ রানে।