লখনউ: কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে জোড়া আইপিএল (IPL) ট্রফি জিতেছেন । সেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবার নতুন ভূমিকায় । আসন্ন আইপিএলে নতুন দায়িত্বে দেখা যাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং দিল্লির সাংসদকে ।
আসন্ন আইপিএলে নতুন দল লখনউয়ের মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ককে । শনিবার গম্ভীর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, আসন্ন আইপিএলে তিনি লখনউ ফ্র্যাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব নিতে চলেছেন । গম্ভীর লেখেন, 'আবার প্রতিযোগিতায় ফিরতে পেরে ধন্য । আমাকে লখনউ দলের মেন্টর হিসাবে নিয়োগ করার জন্য ডক্টর গোয়েঙ্কার কাছে কৃতজ্ঞ । আমার মধ্যে জয়ের আগুন এখনও তীব্র ।'
সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ জিম্বাবোয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারকে দলের প্রধান কোচের পদে নিযুক্ত করেছে । আইপিএলে আগামী মরসুমে লখনউ ফ্র্যাঞ্চাইজির কোচ নির্বাচিত হলেন অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower) । এর আগে গত দুই মরসুমে আইপিএলে পঞ্জাব কিংসের (punjab kings) সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ফ্লাওয়ার (flower) । তবে এই প্রথমবার পূর্ণ সময়ের দায়িত্ব নেবেন তিনি। কে এল রাহুলকেও (k l rahul) নিতে পারে দলটি । সেক্ষেত্রে ২ জনে ফের জুটি বাঁধবেন ।
এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ''খেলোয়াড় এবং কোচ হিসেবে ক্রিকেটের ইতিহাসে অসামান্য অবদান রয়েছে অ্যান্ডির। ওঁর পেশাদারিত্বকে আমরা সম্মান করি। আশা করি দলের প্রতি আমাদের মতাদর্শ এবং মূল্যবোধকে সঙ্গে নিয়েই উনি কাজ করবেন।'' নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ফ্লাওয়ার বলেন, ''লখনউতে যোগ দিতে পেরে খুবই ভাল লাগছে। সুযোগ পেয়ে আপ্লুত। ১৯৯৩ সালে প্রথম বার ভারত সফরের পর থেকে এই দেশে খেলতে পেরে এবং কোচিং করাতে পেরে সম্মানিত বোধ করেছি। ক্রিকেটের প্রতি এখানকার সমর্থকদের ভালবাসার কোনও তুলনা নেই।''
আরও পড়ুন: দলে সুযোগ না পেয়ে নির্বাচক-কোচকে গালিগালাজ! তোলপাড় বঙ্গ ক্রিকেট