লর্ডস: চলতি অ্যাশেজে (Ashes 2023) বারবার তিনি খবরের শিরোনামে এসেছেন। এর আগে লর্ডসের পিচ বাঁচিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন সবার। তবে এবার বিতর্কিত রান আউটের শিকার হতে হল জনি বেয়ারস্টোকে (Jonny Bairstow)। পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার সময় এদিন বেন ডাকেট ও বেন স্টোকস ক্রিজে ছিলেন। প্রথম ইনিংসে ২ রানের জন্য সেঞ্চুরি মিস করা ডাকেট এই ইনিংসেও সেঞ্চুরি মিস করলেন। ৮৩ রানে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসেন জনি বেয়ারস্টো। ক্যামেরন গ্রিনের একটি বাউন্সার থেকে মাথা বাঁচিয়ে নেওয়ার পর ক্রিজে ব্যাট না ঠেকিয়েই সোজাসুজি বেরিয়ে যান ক্রিজে থেকে। ঠিক তখনই অজি উইকেট কিপার অ্যালেক্স ক্যারি পেছন থেকে বল ছুড়ে উইকেট ভেঙে দেন। 


এমসিসির নিয়ম বলছে, ''একটা বল তখনই ডেড হিসেবে বিবেচিত হবে, যখন বোলারের এন্ডে থাকা আম্পায়ার নিশ্চিত হন যে ব্যাটিং ও ফিল্ডিং কোনও পক্ষই আর সেই বলটিকে খেলার বিবেচ্য মনে করছে না।'' অর্থাৎ বেয়ারস্টোর আউটটি একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ বল উইকেট কিপারের কাছে যাওয়ার পর অপেক্ষা না করেই ক্রিজের থেকে বেরিয়ে গিয়েছিলেন। 


 






ইংল্যান্ডের সমর্থকরা অবশ্য অজিদের দিকে আঙুল তুলেছেন। স্পিরিট অফ দ্য গেম নষ্ট করেছেন ক্যারি এই ধরণের আউট করে, এমনই অভিযোগ তুলেছেন তাঁরা। 


এদিকে লর্ডস টেস্টে জমিয়ে দিয়েছেন বেন স্টোকস। অপরাজিত সেঞ্চুরি করে দলকে একাই টানছেন ব্রিটিশ অধিনায়ক। বেয়ারস্টো আউট হওয়ার পর টেস্টের খোলনলচের থেকে বেরিয়ে টি-টোয়েন্টির গতিতে ব্যাটিং শুরু করেন স্টোকস। উল্টোদিকে স্টুয়ার্ট ব্রড ছিলেন। তাই বাড়িত দায়িত্ব স্টোকসকেই নিতে হল। নিজের সেঞ্চুরি যেই ওওভারে পূরণ করেন, সেই ওভারে তিনটি ছক্কা হাঁকান বাঁহাতি তারকা।  এর আগে ২০১৯ সালেও জ্য়াক লিচকে সঙ্গে নিয়ে হেডিংলেতে এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে এনেছিলেন স্টোকস। সেদিন শেষ উইকেটে লিচকে নিয়ে লড়েছিলেন স্টোকস। এদিন এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের হাতে এখনও চার উইকেট রয়েছে। একশোর রানেরও কম প্রয়োজন ইংল্যান্ডের চলতি অ্যাশেজে সমতা ফেরানোর জন্য ও এই ম্যাচ জয়ের জন্য।


 এর আগে এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।