আগামীকাল থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এই সিরিজে তিনটি টেস্ট ম্যাচ খেলবে দু’দল। ইডেনের পর বাকি দু’টি টেস্ট হবে নাগপুর ও নয়াদিল্লিতে। এতদিন যাঁরা সতীর্থ ছিলেন, এবার তাঁদেরই খেলা বিশ্লেষণ করবেন নেহরা। তিনি যেমন ক্রিকেটার হিসেবে সাফল্য পেয়েছেন, তেমনই ধারাভাষ্যকার হিসেবেও সফল হবেন বলেই আশা ভারতীয় ক্রিকেটমহলের। অবসরের পর এবার ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে নেহরার
Web Desk, ABP Ananda | 15 Nov 2017 05:57 PM (IST)
কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাঁ হাতি পেসার আশিস নেহরা। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে চলেছে নেহরার। তাঁর প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগ ট্যুইটারে এই ঘোষণা করেছেন। দুই বন্ধু এবার একসঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন।