ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেলছেন দিন্দা। বিশেষ করে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে তিনি বহুবার চমকপ্রদ পারফর্ম করেছেন।
আইপিএলেও ৮০ টি ম্যাচ খেলেছেন। সেখানেও তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভদ্রস্থ।
তবে শেষবার এই টি ২০ টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স ভালো ছিল না। তাঁর এই পারফরম্যান্সই অনেক ফ্যানদের মনে গেঁথে রয়েছে।তা এতটাই গভীর যে চলতি আইপিএলে কোনও বোলার বেশি রান দিলে তাঁর সঙ্গে বাংলার পেসারের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর এই সূত্রে ‘দিন্দা অকাদেমি’ শব্দবন্ধ বারেবারেই উঠে আসছে।
শুধু তাই নয়, আরসিবি-র পক্ষ থেকেও এই শব্দবন্ধ ব্যবহার করা হয়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড করতে ব্যর্থ হওয়ায় অনুরাগীরা আরসিবি-র পেসার উমেশ যাদবকে ট্রোল করেছিলেন। এই ট্রোলের জবাব দিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে উমেশ তিন উইকেট নেওয়ার পর আরসিবি-র ট্যুইটে ওই শব্দবন্ধ ব্যবহার করা হয়।
অনুরাগীদের সমালোচনার মুখে পড়ে আরসিবি ওই ট্যুইট প্রত্যাহার করে। কিন্তু এতে আদৌ সন্তুষ্ট হননি দিন্দা।তিনি ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে ‘হেটারদের’ মুখের মতো জবাব দিয়েছেন।
দিন্দা ১১৫ টি প্রথম শ্রেণীর ১১৫ ম্যাচে ২৮.৩৫ গড়ে ৪১৭ উইকেট নিয়েছেন।ইকোনমি রেট ৩.১০।
ভারতীয় দলের হয়ে ১৩ টি একদিনের ম্যাচ খেলে ৪৯.৫ স্ট্রাইক রেটে ১২ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ৬.১৮। ভারতের হয়ে নয়টি টি ২০ ম্যাচে ১০.৫ স্ট্রাইক রেটে ১৭ টি উইকেট নিয়েছেন তিনি।
আইপিএলে ৭৮ ম্যাচে ৮.২ ইকোনমি রেটে ৬৯ উইকেট নিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ২১.৯৭।