কলকাতা: গতকাল আইপিএল-এর অ্যাওয়ে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরপর উইকেট হারানোর ফলেই হারতে হয়েছে বলে মনে করছেন বাঁ হাতি ওপেনার ও উইকেটরক্ষক কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের মতে, হার্দিক পাণ্ড্যকে অন্য কোনও ব্যাটসম্যান সঙ্গ দিতে না পারাতেই তাঁদের কাজটা কঠিন হয়ে যায়।
ইডেনে ২৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে হার্দিকের ৩৪ বলে ৯১ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে জয়ের স্বপ্ন দেখছিল মুম্বই। কিন্তু হার্দিক ফিরে যাওয়ার পরেই কেকেআর-এর জয় নিশ্চিত হয়ে যায়। এ বিষয়ে ডি কক বলেছেন, ‘কিয়েরন (পোলার্ড) ও হার্দিক যখন ব্যাট করতে নামে, তখন যদি আমাদের দু’টি কম উইকেট পড়ত, তাহলে ভাল হত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি। পরপর উইকেট পড়তে থাকায় এবং কেউ হার্দিকের সঙ্গে ব্যাট করতে না পারায় আমাদের কাজটা কঠিন হয়ে যায়।’
ওপেন করতে নেমে চার বলে কোনও রান না করেই ফিরে যান ডি কক। এ বিষয়ে তিনি বলেছেন, ‘২৩৩ রান করতে গেলে শট খেলতেই হয়। যে কোনও বোলারের বলেই মারার চেষ্টা করতে হয়। আমি চার বা ছয় মারতে পারলে সবাই প্রশংসা করত। কিন্তু আমি আউট হয়ে যাওয়ায় সেটা হয়নি।’
আন্দ্রে রাসেলের প্রশংসা করে ডি কক আরও বলেছেন, ‘ভারতে সাধারণত ছোট মাঠে খেলা হয়। উইকেটও ব্যাটিং সহায়ক হয়। অস্ট্রেলিয়ায় বড় মাঠে খেলা হয়। দক্ষিণ আফ্রিকায় পিচ থেকে বোলাররা কিছুটা সাহায্য পায়। কিন্তু ভারতে বোলাররা চাপে থাকে। রাসেল ব্যাট করার সময় আমার খুব খারাপ লাগছিল। ওর ব্যাটিংয়ে খুঁত খুঁজে পাওয়া যায় না। ও সময় নিয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছে। ওর ইনিংসের প্রশংসা করতেই হবে। শুধু এই ম্যাচেই নয়, গোটা আইপিএল-এই ও দুর্দান্ত খেলছে। আশা করি আমাদের বিরুদ্ধে পরের ম্যাচে ও ভাল খেলতে পারবে না।’
হার্দিকের সঙ্গে কেউ জুটি বাঁধতে না পারাতেই কাজটা কঠিন হয়ে যায়, বলছেন ডি কক
Web Desk, ABP Ananda
Updated at:
29 Apr 2019 12:29 PM (IST)
হার্দিক ফিরে যাওয়ার পরেই কেকেআর-এর জয় নিশ্চিত হয়ে যায়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -