সন্দীপ সরকার, কলকাতা: বাংলার সর্বকালের সেরা পেসারদের একজন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২০ উইকেট। ময়দানের অনেকে বলে থাকেন, তিনি বাংলার সর্বকালের সেরা ম্যাচ উইনার। একা হাতে বাংলাকে এত ম্যাচ কেউই জেতাননি। চোট-আঘাত সহ্য করেও একাধিকবার মাঠে নেমে দুরন্ত স্পেলে প্রতিপক্ষকে ধ্বংস করেছেন।


সেই অশোক দিন্দা (Ashoke Dinda) আপাতত রাজনীতির ময়দানে। ময়নার বিজেপি বিধায়ক তিনি। রাজনৈতিক কর্মসূচি নিয়েই সারাদিন ব্যস্ত থাকেন।


কিন্তু ফের কি ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন ডানহাতি পেসার? ইঙ্গিত অন্তত সেরকমই। দিন্দাকে বাংলা দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে সিএবি (CAB)। দিন্দাও বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থাকে জানিয়ে দিয়েছেন, তিনি রাজি। তবে চুক্তি এখনও হয়নি। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে।


দিন্দা নিজে এই প্রস্তাব পেয়ে রোমাঞ্চিত বলেই ওয়াকিবহাল মহলের খবর। গোটা বিষয়টি নখদর্পনে রয়েছে, এমনই একজন এবিপি লাইভকে বললেন, 'দিন্দাকে সিএবি কর্তারা জিজ্ঞেস করেছিলেন, বাংলার বোলিং কোচ হিসাবে দায়িত্ব নিতে পারবেন কি না। দিন্দা জানিয়ে দিয়েছেন, তিনি তৈরি।'


সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ইউরোপে ছুটি কাটাতে গিয়েছিলেন। মঙ্গলবারই তিনি কলকাতায় ফিরেছেন। দিন্দাকে দায়িত্ব দিতে তিনিও আগ্রহী বলেই বিশ্বস্ত সূত্রে খবর। সিএবি কর্তারা মনে করছেন, ঈশান পোড়েল, মুকেশ কুমার বা আকাশ দীপদের তালিম দেওয়ার সেরা লোক এখন দিন্দাই। জানা গেল, বুধবার সিএবিতে সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসবেন অভিষেক। বোলিং কোচের পাশাপাশি বাংলার হেড কোচ কে হবেন তা নিয়েও আলোচনা হবে। অরুণ লাল দায়িত্ব ছাড়ার পর খাতায় কলমে বাংলার কোচ এখন সৌরাশিস লাহিড়ী। তবে শোনা যাচ্ছে, লক্ষ্মীরতন শুক্লকে কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে। লক্ষ্মীরতম এখন বাংলার অনূর্ধ্ব ২৫ দলের কোচ। তবে লক্ষ্মীরতন বাংলার সিনিয়র দলের কোচ হলে সৌরাশিসের কী হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সৌরাশিস আগে অনূর্ধ্ব ২৫ দলের কোচ ছিলেন। তিনি কোচ হিসাবে বাংলার অনূর্ধ্ব ২৫ দলকে চ্যাম্পিয়নও করেছিলেন। তবে তিনি ফের জুনিয়র কোনও দলের কোচ হতে রাজি হবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।


বাংলার ড্রেসিংরুমে প্রাক্তন বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে মনোমালিন্যের কারণে এক সময় বাংলা ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন দিন্দা। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেন তিনি। তবে পরে তাঁর মানভঞ্জন হয়। বাংলার হয়ে খেলেই তিনি অবসর নেন। শোনা গেল, তিক্ততা ভুলে বাংলার বোলিং কোচের দায়িত্ব নিতে মুখিয়ে রয়েছেন তিনি।



দিন্দা দায়িত্ব পেলে এক অভিনব ঘটনার সাক্ষীও থাকবে ক্রিকেট। তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি রঞ্জিতে বাংলার অন্যতম ভরসা। এর আগে কখনও দুই বিধায়ককে একসঙ্গে কোনও ক্রিকেট দলের ড্রেসিংরুমে দেখা গিয়েছে বলে জানা যায় না। দিন্দা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বিধায়কের কাজকর্ম করেও ক্রিকেটকে সময় দিতে তাঁর কোনও সমস্যা নেই।


অভিষেক ডালমিয়া জানিয়েছেন, দিন দুয়েকের মধ্যেই বাংলার পরবর্তী কোচিং স্টাফেদের নাম ঘোষণা করে দেওয়া হবে। সিএবি সূত্রে খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামত। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেও রাজ্য ক্রিকেট সংস্থার হালহকিকতের সমস্ত খবর রাখেন সৌরভ। তিনি মত দিলেই চূড়ান্ত নাম ঘোষণা করে দেওয়া হবে।


আরও পড়ুন: ইংল্যান্ডে সেঞ্চুরি পূজারার, বল হাতে দুরন্ত নভদীপ-সুন্দর