হায়দরাবাদ: আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম ম্য়াচে আগামীকাল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নামছে ২ দল। ঘরের মাঠে গত ১২ বছরে একবারও কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত। শেষবারও ২০১২ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই সিরিজ খােয়াতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে দল। ভারতের বিরুদ্ধে নামার আগে স্টোকসদের সতর্ক করে দিলেন ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্য়াটের তারকা ক্রিকেটার স্য়াম বিলিংস। তিনি মনে করেন ভারতের রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে সামলানো বড় চ্য়ালেঞ্জ হতে পারে ইংল্যান্ডের কাছে।


এই মূহূর্তে আইএলটি-টোয়েন্টি লিগ খেলতে দুবাইয়ে রয়েছেন বিলিংস। সেখানেই এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে উইকেট কিপার ব্য়াটার বলেন, ''ভারতের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী। বিশেষ করে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে সামলানো ইংল্যান্ডের ব্যাটারদের কাছে বিরাট চ্যালেঞ্জিং হতে চলেছে। আমার মনে হয় ইংল্য়ান্ড শিবিরে বেন ডাকেট রয়েছেন, যিনি স্পিনের বিরুদ্ধে ভাল খেলতে পারে। এছাড়াও রিভার্স ও সুইপ শট রয়েছে ওর কাছে। তবে আমার অশ্বিন ও জাডেজার বোলিং দেখতে দারুণ লাগে। ইংরেজ ব্য়াটাররা কেমন পারফর্ম করেন ওঁদের বিরুদ্ধে তা দেখতে মুখিয়ে আছি।''


বিলিংস আরও বলেন, ''ভারতের মাটিতে খেলার সময় বেশ কয়েকটি সেশন খারাপ যেতে পারে। কিন্তু ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামলে ভারতকেও চাপে রাখা যায়। আমার মনে হয় স্টোকস ও বাকিরা সেই ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামবে।''


এদিকে, জেমন অ্যান্ডারসনকে ছাড়াই প্রথম টেস্টে খেলতে নামছে ইংল্য়ান্ড শিবির। তিন স্পিনার এবং এক বিশেষজ্ঞ ফাস্ট বোলার নিয়ে মাঠে নামতে চলেছে ইংল্যান্ড। দলের একমাত্র বিশেষজ্ঞ ফাস্ট বোলার মার্ক উড। অ্যান্ডারসনের বয়স ৪০-র গণ্ডি পার করেছে। পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ়ের প্রতিটি ম্যাচ খেলা তাঁর পক্ষে আদৌ সম্ভব কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। সেখানে মার্ক উডের দখলে বাড়তি গতি রয়েছে। পিচ যেমনই হোক না কেন, গতি সবসময়ই ব্যাটারদের চাপে ফেলে। সেই কারণেই সম্ভবত উডকে একাদশে সুযোগ দেওয়া হল। অ্যান্ডারসনকে হয়তো সিরিজ় এগোলে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।


অফস্পিনার শোয়েব বাশির এখনও পর্যন্ত ভিসা সমস্যায় আটকে রয়েছেন। ভারতে আসতে পারেননি তিনি। বাশির যে প্রথম টেস্টে মাঠে নামতে পারবে না, তা কার্যত নিশ্চিতই ছিল। হলও তাই। সমারসেটের অফস্পিনারকে ছাড়াই মাঠে নামছে ইংল্যান্ড। তবে এই ম্যাচে বাশিরের অভিষেক না হলেও, নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামতে দেখা যাবে টম হার্টলিকে। ২৪ বছর বয়সি ল্যাঙ্কাশায়ারের বাঁ-হাতি স্পিনার সুযোগ পেয়েছেন একাদশে। তাঁর সঙ্গে রয়েছেন জ্যাক লিচ এবং তরুণ লেগ স্পিনার রেহান আমেদ। এছাড়া প্রয়োজনে জো রুটও হাত ঘোরাতে সক্ষম।