দ্রুততম ২৫০ উইকেট, ডেনিস লিলির রেকর্ড ভাঙলেন অশ্বিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Feb 2017 12:33 PM (IST)
1
এক্ষেত্রে প্রাক্তন অসি পেসার ডেনিস লিলির রেকর্ড ভাঙলেন অশ্বিন। ২৫০ উইকেট সংগ্রহ করতে লিলির লেগেছিল ৪৮ টি টেস্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
টেস্ট ক্রিকেটে সহচেয়ে সবচেয়ে দ্রুত ২৫০ উইকেট সংগ্রহের রেকর্ড গড়লেন ভারতের স্পিনার আর অশ্বিন। ৪৫ তম টেস্টে তিনি দখল করলেন ২৫০ উইকেট।
3
বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে দুটি উইকেট নিয়ে লিলিকে টপকে গেলেন অশ্বিন। অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হরভজন সিংহ (৪১৭), জাহির খান (৩১১) ও বিষেণ সিংহ বেদি (২৬৬)-র পর ষষ্ঠ ভারতীয় হিসেবে ২৫০ উইকেট দখলের কৃতিত্বও অর্জন করলেন অশ্বিন।
4
ভারতের চলতি হোম সিরিজে এখনও পর্যন্ত ৫৭ টি উইকেট দখল করেছেন। বাংলাদেশের প্রথম ইনিংস পর্যন্ত অশ্বিন ২৪ বার পাঁচ উইকেট এবং সাতবার ১০ উইকেট সংগ্রহ করেছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -