দ্রুততম ২৫০ উইকেট, ডেনিস লিলির রেকর্ড ভাঙলেন অশ্বিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2017 12:33 PM (IST)
1
এক্ষেত্রে প্রাক্তন অসি পেসার ডেনিস লিলির রেকর্ড ভাঙলেন অশ্বিন। ২৫০ উইকেট সংগ্রহ করতে লিলির লেগেছিল ৪৮ টি টেস্ট।
2
টেস্ট ক্রিকেটে সহচেয়ে সবচেয়ে দ্রুত ২৫০ উইকেট সংগ্রহের রেকর্ড গড়লেন ভারতের স্পিনার আর অশ্বিন। ৪৫ তম টেস্টে তিনি দখল করলেন ২৫০ উইকেট।
3
বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে দুটি উইকেট নিয়ে লিলিকে টপকে গেলেন অশ্বিন। অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হরভজন সিংহ (৪১৭), জাহির খান (৩১১) ও বিষেণ সিংহ বেদি (২৬৬)-র পর ষষ্ঠ ভারতীয় হিসেবে ২৫০ উইকেট দখলের কৃতিত্বও অর্জন করলেন অশ্বিন।
4
ভারতের চলতি হোম সিরিজে এখনও পর্যন্ত ৫৭ টি উইকেট দখল করেছেন। বাংলাদেশের প্রথম ইনিংস পর্যন্ত অশ্বিন ২৪ বার পাঁচ উইকেট এবং সাতবার ১০ উইকেট সংগ্রহ করেছেন।