কানপুর: কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলছেন, অশ্বিন একজন অমূল্য ক্রিকেটার। বলের পাশাপাশি ব্যাট হাতেও দলের জয়ে অবদান রয়েছে অশ্বিনের।


ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটে-বলে সাফল্য পেয়েছিলেন অশ্বিন। ঘরের মাঠেও তাঁর ফর্ম অব্যাহত। কানপুর টেস্টে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পাশাপাশি চার উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে তিনি ৬ উইকেট নিয়েছেন। ৫০০-তম টেস্টে ভারতের জয়ের অন্যতম নায়ক অশ্বিন। সেই কারণেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোহলি।

টেস্টে অলরাউন্ডারদের  র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অশ্বিন। তিনি প্রতি ম্যাচেই ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। ভারতের ম্যাচ উইনার হয়ে উঠেছেন অশ্বিন। সেই কারণেই আলাদা করে তাঁর প্রশংসা করছেন কোহলি। তিনি বলেছেন, ‘ভারতীয় দলের হয়ে অসাধারণ খেলছে অশ্বিন। সারা বিশ্বে যে খেলোয়াড়দের প্রভাব সবচেয়ে বেশি, তাদের অন্যতম অশ্বিন। বিশেষ করে বোলারদের মধ্যে ও অন্যতম সেরা। বোলাররাই টেস্ট ম্যাচ জেতায়। অশ্বিন তেমনই একজন বোলার।’

ভারতীয় টেস্ট দলের অধিনায়কের মতে, গত দু বছর ধরেই ভাল বল করে চলেছেন অশ্বিন। এই অফস্পিনার নিজের পারফরম্যান্স উন্নত করার জন্য অনেক পরিশ্রম করেছেন। খেলা নিয়ে তিনি চিন্তা-ভাবনা করেন। অশ্বিন খুব বুদ্ধিমান ক্রিকেটার। তিনি খুব ভাল খেলা বোঝেন। সেটা তাঁর ব্যাটিং দেখেই বোঝা যায়। কখন কীভাবে খেলতে হবে সেটা তিনি বোঝেন। তাঁর মতো অমূল্য ক্রিকেটার যে কোনও টেস্ট দলেরই সম্পদ।

কানপুর টেস্টে অশ্বিন ও রবীন্দ্র জাডেজা মিলে ১৬ উইকেট নিয়েছেন। এই দুই স্পিনারেরই প্রশংসা করেছেন কোহলি। এছাড়া ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডারের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারারও প্রশংসা করেছেন কোহলি।