দুবাই: আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে এই প্রথমবার শীর্ষস্থানে যুগ্মভাবে দুই স্পিনার ভারতের  রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। এই তালিকার শীর্ষে ছিলেন অশ্বিন। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের পর তাঁকে ধরে ফেললেন জাদেজা। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাতটি উইকেট নিয়েছেন জাদেজা। এরমধ্যে প্রথম ইনিংসে ছয়টি উইকেট নিয়েছিলেন। এই পারফরম্যান্সের জোরেই কেরিয়ারে এই প্রথমবার আইসিসি-র বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে পৌঁছলেন জাদেজা। আইসিসি-র পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
এর আগে ২০০৮-এ র‌্যাঙ্কিংয়ের প্রথমস্থানে যুগ্মভাবে ছিলেন দুই বোলার ডেইল স্টেইন ও মুথাইয়া মুরলীধরন।
অন্যদিকে, ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থান থেকে নেমে গিয়েছেন বিরাট কোহলি। চলতি সিরিজে এখনও সেভাবে কোহলি রান না পাওয়ায় তাঁর জায়গায় উঠে এসেছেন জো রুট। কোহলির পয়েন্ট ৮৪৮। তাঁর থেকে এক পয়েন্টে এগিয়ে রুট। অসি অধিনায়ক স্টিভ স্মিথ র‌্যাঙ্কিংয়ের তাঁর শীর্ষস্থান ধরে রেখেছেন। এই নিয়ে টানা ৭৭ টেস্টে শীর্ষস্থানে থাকার রেকর্ড গড়লেন তিনি। এর আগে রিকি পন্টিং টানা ৭৬ টেস্টে আইসিসি-র ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ছিলেন।