নয়াদিল্লি: ভারতের অধিনায়ক থাকাকালে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে তাঁর তাল ঠোকাঠুকির কথা সবাই জানে। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ডিআরএস নিয়ে অসি অধিনায়ক স্টিভ স্মিথের অন্যায় সুবিধা নেওয়ার তীব্র সমালোচনা করেছেন। ভারতের সঙ্গে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে স্টিভ স্মিথের বিরুদ্ধে ডিআরএস নেওয়ার জন্য ড্রেসিংরুমের দিকে তাকানোর অভিযোগ উঠেছে। ঘটনার সময়ই ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মাঠেই বচসা বেঁধে গিয়েছিল স্মিথের। ম্যাচের শেষেও স্মিথদের কড়া সমালোচনা শোনা যায় কোহলির গলায়।


ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ মনে করছেন, এই ঘটনায় স্মিথের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সৌরভ একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, খেলার আইন-কানুন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার। এক্ষেত্রে সাজা নিষেধাজ্ঞা হলে তাই-ই দিতে হবে। সৌরভ বলেছেন, আম্পায়াররা যদি স্মিথকে ডিআরএসের নিয়ম ভাঙতে দেখেই থাকেন, তাহলে তাঁদের রিপোর্ট দেওয়া এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত। ভবিষ্যতে এই ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে হবে ম্যাচ রেফারিকে।

ডিআরএস অর্থাৎ ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে নিয়ম হচ্ছে, মাঠের মধ্যে দাঁড়িয়ে আউট হওয়া ব্যাটসম্যানকে ১৫ সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, ‘রিভিউ’ নেবেন কি না। তিনি নন-স্ট্রাইকারের সঙ্গে পরামর্শ করতে পারেন। কিন্তু ড্রেসিংরুমের সাহায্য নেওয়া অবৈধ।

কিন্তু গতকাল আম্পায়ার লেগ বিফোর আউট দেওয়ার পর স্মিথকে প্রথমে নন স্ট্রাইকার হ্যান্ডসকোম্বের সঙ্গে আলোচনা করতে পরে ড্রেসিংরুমের দিকে তাকাতে দেখা যায়। এই ঘটনায় হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকে। স্মিথের দিকে ছুটে আসেন কোহলি।

সৌরভ বলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে খেলোয়াড়োচিত মনোভাবেরই অভাব রয়েছে। তিনি বলেছেন, ওরা যখন নিজের স্লেজিং করে, তখন মনে করে সব ঠিক আছে। কিন্তু পাল্টা ওদের স্লেজ করা হলে ওরা বলে যে, অশ্রদ্ধা করা হচ্ছে।

সৌরভ আরও বলেছেন, আমি অনেকবারই অসি কোচেদের তাঁদের লোকজনকে স্ট্যান্ডে পাঠিয়ে মাঠের প্লেয়ারদের কী করতে হবে তার নির্দেশ বা ইঙ্গিত দিতে লক্ষ্য করেছি। এই জন্যই আমরা পাল্টা জবাব দেওয়া শুরু করেছিলাম।