মোহালি: অধিনায়ক বিরাট কোহলি এবং অল-রাউন্ডার রবিচন্দ্রণ অশ্বিনের ওপর ভর করে মোহালি টেস্টের দ্বিতীয় দিনের শেষে ২৭১ রান তুলেছে ভারত। কিন্তু, তারমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ৬ ব্যাটসম্যান। প্রথম ইনিংসে বড় লিড পেতে হলে, আগামীকাল খুব ভাল খেলতে হবে ভারতকে।


মোহালির উইকেটে বল ঠিকমতো ব্যাটে আসলেও, রান তুলতে গিয়ে বেশ পরিশ্রম করতে হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। ইংল্যান্ড বোলারদের মাপা বোলিংয়ের সামনে অনেকটাই ধৈর্য্য দিয়ে খেলতে হয় ভারতকে।


শুরুটা ধীরেসুস্থেই করেছিলেন দুই ওপেনার মুরলী বিজয় এবং পার্থিব পটেল। কিন্তু ব্যক্তিগত ১২ রানের মাথায় আউট হন বিজয়। অন্যদিকে, আট বছর পরে টেস্ট খেলার সুযোগ পেয়েই ভাল পারফরম্যান্স দেখালেন পার্থিব। গ্লাভস হাতে তিনটি শিকারের পর ব্যাট হাতে ৪২ রান করে আউট হন এই বাঁ হাতি।


যদিও, লাঞ্চের পরে আউট হন পার্থিব। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। অধিনায়ক কোহলির সঙ্গে ভারতীয় ইনিংস গড়ার কাজ শুরু করেন চেতেশ্বর পূজারা। চা-বিরতির ঠিক আগে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন পূজারা।


কিন্তু, বিরতিতে ছন্দপতন ঘটে তাঁর মনোযোগে। চা পানের বিরতির পর দ্বিতীয় বলেই ফিরে যান চেতেশ্বর পূজারা (৫১)। এক ওভার পরেই কোনও রান করে ফিরে যান অজিঙ্ক রাহানে। দুটি উইকেটই নেন রশিদ। অভিষেক ম্যাচ খেলতে নামা করুণ নায়ার (৪) রান আউট হয়ে যান।


পরপর তিনটি উইকেট দ্রুত চলে যাওয়ায় চাপে পড়ে যায় ভারত। চা-বিরতিতে থাকা ২ উইকেটে ১৪৮ থেকে আচমকা টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২০৪। এই পরিস্থিতি থেকে দলকে বের করার দায়িত্ব কাঁধে তুলে নেন কোহলি ও অশ্বিন। কিন্তু, ফের ছন্দপতন। বেন স্টোকসের বলে আউট হন কোহলি (৬২)।


এই অবস্থা থেকে ইংল্যান্ডকে পাল্টা দেওয়ার কাজ শুরু করেন অশ্বিন ও রবিন্দ্র জাডেজা। দিনের শেষে সপ্তম উইকেটে অপরাজিত ৬৭ রান যোগ করে এই জুটি। এর মধ্যেই কেরিয়ারের নবম অর্ধশতরান সম্পূর্ণ করেন অশ্বিন। ফর্মের চূড়ান্ত জায়গায় রয়েছেন এই অল-রাউন্ডার। চলতি সিরিজে ইতিমধ্যেই ২২৩ রান করে ফেলেছেন তিনি। এদিন তাঁর অপরাজিত ৫৭ রানের ইনিংস সাজানো ছিল ৮টি চারে।


যোগ্য সঙ্গ দিয়েছেন জাডেজাও। ৩১ রানে অপরাজিত রয়েছেন তিনি। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। প্রথম ইনিংসে ভারত এখ ইংল্যান্ডের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে। সোমবার, কোহলি-বাহিনীর লক্ষ্য হবে যথাসম্ভব লিড নেওয়া। এর জন্য অশ্বিন, জাডেজা, জয়ন্ত যাদব, মহম্মদ শামির ওপর নির্ভর থাকতে হবে টিম ইন্ডিয়াকে।


এর আগে, এদিন সকালে ২৮৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় দিন ইংল্যান্ডের ইনিংস স্থায়ী হয় মাত্র ৩.৫ ওভার। তার মধ্যেই বাকি দু উইকেট তুলে নিলেন মহম্মদ শামি।





Web Desk, ABP Ananda