বিশাখপত্তনম: প্রথম দিন পড়েছিল ১৪টি উইকেট। দ্বিতীয় দিন ১৯টি উইকেটের পতন দেখল বিশাখাপত্তনম। মাত্র দু দিনেই করুণ নায়ার, লোকেশ রাহুলের কর্ণাটককে হারিয়ে রঞ্জি ট্রফির সেমি-ফাইনালে পৌঁছে গেল খাতায়-কলমে দুর্বল তামিলনাড়ু। রবিচন্দ্রন অশ্বিন ও মুরলী বিজয়কে ছাড়াই এল এই জয়।

শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু। রাহুল ও নায়ার দু জনেই বড় রান করতে ব্যর্থ হন। ফলে প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায় কর্ণাটক। প্রথম দিনের শেষে ৪ উইকেটে ১১১ রান ছিল তামিলনাড়ুর।

শনিবার ১৫২ রানে শেষ হয় তামিলনাড়ুর প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে কর্ণাটক। লড়াই করলেন একা রাহুল (৭৭)। প্রথম ইনিংসে ১৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে নায়ার করলেন মাত্র ১২ রান। কর্ণাটকের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫০ রানে। ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৭ রান তুলে নেয় তামিলনাড়ু। দীনেশ কার্তিক ৪১ রানে অপরাজিত থাকেন।