নয়াদিল্লি: দশম আইপিএল শুরু হওয়ার আগেই ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ। এই প্রতিযোগিতার বাইরে চলে গেলেন রবিচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল ও মুরলী বিজয়। বিরাট কোহলি ও উমেশ যাদব প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। ফলে এবারের আইপিএল-এর আকর্ষণ অনেকটাই কমে গেল বলে মনে করছে ক্রিকেটমহল।

ভারতের হয়ে টানা খেলে চলেছেন অশ্বিন। ঘরের মাঠে ১৩টি টেস্টে তিনি প্রায় ৭৫০ ওভার বল করেছেন। এই পরিশ্রমের ফলও পেয়েছেন তিনি। এক মরসুমে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই অফস্পিনার। কিন্তু স্পোর্টস হার্নিয়ার ফলে আইপিএল-এ রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলতে পারবেন না অশ্বিন। ১ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে কোনও ঝুঁকি নিতে নারাজ অশ্বিন।



রাহুল ও বিজয়ের কাঁধে চোট। তাঁদের অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে। সেই কারণেই এই দুই ব্যাটসম্যান আইপিএল-এ খেলতে পারবেন না।