মেলবোর্ন: অস্ট্রেলীয়দের সঙ্গে বিরাট কোহলির তিক্তমধুর সম্পর্কের কথা কারও অজানা নেই। সদ্যসমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া সিরিজও শ্রেষ্ঠ পর্যায়ের ক্রিকেটের জন্য যেমন স্মৃতিতে থাকবে, তেমনই থাকবে কোহলির সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটারদের চূড়ান্ত দ্বন্দ্বের জন্য। আর এবার এক অস্ট্রেলীয় জানালেন, তাঁর একবার ইচ্ছে হয়েছিল কোহলিকে স্টাম্পের খোঁচা মারতে।
প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার এড কোবান এ কথা জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত এর আগে যখন অস্ট্রেলিয়া সফর করে, তখন কোহলির সঙ্গে তাঁর ঝামেলা হয়। কোহলি এমন কিছু একটা বলেন, যা তাঁর অত্যন্ত আপত্তিকর বলে মনে হয়। মনে হয়, কোহলি তাঁর ব্যক্তিগত কোনও ব্যাপারে কটাক্ষ করছেন। শেষমেষ আম্পায়ার এসে হস্তক্ষেপ করেন। তখনই ক্ষমা চেয়ে নেন কোহলি।
কিন্তু তার আগে তাঁর ইচ্ছে হয়েছিল কোহলিকে স্টাম্পের খোঁচা মারতে।
তবে কোবান জানিয়েছেন, ক্রিকেটার কোহলিকে অত্যন্ত শ্রদ্ধা করেন তিনি। তাঁর খেলার তিনি বিরাট ভক্ত। তিনি যে অসামান্য ক্রিকেটার, সে ব্যাপারে তাঁর কোনও সন্দেহ নেই। তাঁর কথায়, তাঁরা ভুলে যান, ইংরেজি ভারতীয়দের প্রথম ভাষা নয়। তাই তাঁদের ভুল বোঝা সহজ। কিন্তু এটাও তো সত্যি, ভারতীয়দের সঙ্গে হিন্দিতে কথা বলার কোনও চেষ্টা করেন না তাঁরা।
এবারের সিরিজে বেঙ্গালুরু টেস্টে ডিআরএস নিয়ে অশান্তির জেরে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথকে জোচ্চোর বলেন কোহলি। তারপর থেকেই তাঁর ওপর খড়গহস্ত গোটা ক্রিকেট অস্ট্রেলিয়া।
একবার মনে হয়েছিল কোহলিকে স্টাম্পের খোঁচা মারি, বললেন এড কোবান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2017 04:26 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -