ইশান্তের প্রশংসা করে কী বললেন অশ্বিন?
ABP Ananda, web desk | 07 Mar 2017 05:27 PM (IST)
বেঙ্গালুরু: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ১৮৭ রানের পুঁজি নিয়েও মূলত রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে জিতল ভারত। সবচেয়ে কম টেস্ট ও ইনিংস খেলে ২৫ বার পাঁচ উইকেট দখলের রেকর্ডের পাশাপাশি বিষেণ সিংহ বেদিকে টপকে টেস্টে ভারতের পঞ্চম সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার হলেন অশ্বিন। এদিন বেদির ২৬৬ উইকেটের নজির ছাপিয়ে গেলেন তিনি। কিন্তু ম্যাচের শেষে দলের পেসার ইশান্ত শর্মার প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন। ২৫৯ রানে নয় উইকেট পড়ার পর ইশান্ত ক্রিজে এসে ঋদ্ধিমানের সঙ্গে ১৬ রানের মূল্যবান পার্টনারশিপ গড়েন। নিজে ৬ রান করেন। কিন্তু ২৮ টি বল খেলেন তিনি। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রেনশকে অসি ইনিংসে প্রথম আঘাতও হানেন ইশান্ত। ইশান্তের প্রশংসা করে অশ্বিনের ট্যুইট, ‘এই লোকটার ৬ রান আজ আমাদের চাগিয়ে দিয়েছিল। বলটাও করেছে হৃদয় দিয়ে। অসাধারণ ইশি’।