কানপুর: রবিচন্দ্রন অশ্বিনই কি শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন পরবর্তী সময়ে বিশ্বের সেরা স্পিনার? শনিবার কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক ৫০০-তম টেস্টের তৃতীয় দিনে বিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসনকে যে বলে বোকা বানিয়ে ক্লিন বোল্ড করেছেন অশ্বিন, তাতে তাঁকে বর্তমান সময়ের সেরা স্পিনার বলাই যায়। যে বলে আউট হয়েছেন কিউয়ি অধিনায়ক, সেই বলটি সাম্প্রতিক সময়ের সেরা বল। সবাই বলটির প্রশংসায় পঞ্চমুখ।

অশ্বিনের বলটি অফস্ট্যাম্পের বাইরে পড়ে ৪৫ ডিগ্রি ঘুরে অফস্ট্যাম্প ও মিডলস্ট্যাম্পের মাঝে আঘাত করে। উইলিয়ামসন বুঝতেই পারেননি বলটি। ভারতীয়দের মতোই নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও বলটি দেখে হতবাক হয়ে যান। পরে অবশ্য সবাই প্রশংসা করেছেন।

অশ্বিনের এই অসাধারণ বলটিই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন ভারতের অপর এক স্পিনার রবীন্দ্র জাডেজা। তিনি আরও বলেছেন, এই ধরনের বল করার পরিকল্পনা ছিল তাঁদের। সেই পরিকল্পনা সফল হয়েছে।

দেখুন সেই বল