সেঞ্চুরিয়ন : ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম। সেঞ্চুরিয়নে (Centurian Test) কোনও টেস্ট ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে জয়ের এই অনন্য 'ওপেন'-র সেলিব্রেশনেও পাওয়া গেল অপ্রত্যাশিত চমক। নাই হোক ডান্স ফ্লোর, তবে হোটেলের লনই হয়ে উঠলে নাচে-গানে মেতে ওঠার জায়গা। আর হোটেলের লনের সেই ডান্স ফ্লোরে 'ওপেন' করলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ধীর-স্থির শান্ত মেজাজের পূজিকে 'প্রথমবার' নাচের তালে মেতে উঠতে বাধ্য করলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আর পূজারার এই 'ব্যাটিং'-এর সঙ্গী হওয়ার মুহূর্তের ভিডিও অশ্বিন সোশ্যাল মিডিয়ায় দিতেই তা ভাইরাল।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাচের ভিডিও পোস্ট করে অশ্বিন লিখেছেন, 'ম্যাচ জিতে উঠে ছবি তুলে পোস্ট করা খুব বোরিং। তাই স্মরণীয় জয়কে আরও স্মরণীয় করে রাখতে চেতেশ্বর পূজারা জীবনে প্রথমবার মহম্মদ সিরাজ ও আমার সঙ্গে নাচের সিদ্ধান্ত নিয়েছে।' তার সঙ্গেই অশ্বিন জুড়েছেন,'দুরন্ত একটা জয়।'
বৃষ্টির জেরে দ্বিতীয় দিনের খেলা ভেস্তে গেলেও দক্ষিণ আফ্রিকাকে সেঞ্চুরিয়ন টেস্টের শেষ দিনে ১১৩ রানের ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ সেরা কেএল রাহুলের দাপুটে শতরান হোক বা জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামির আগুনে পেস, সব বিভাগেই প্রোটিয়াদের টেক্কা দিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে বিরাট ব্রিগেড।
আরও পড়ুন- রাহুলের হাত ধরে ভারতীয় ড্রেসিংরুমে আমদানি এই বিষয়ের, ফাঁস করলেন কেএল