টনটন: কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশনের ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সমারসেটের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি প্রথম ইনিংসে ৯৩ রান দিয়ে ৩ উইকেট নেন। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে এটি অশ্বিনের দ্বিতীয় ম্যাচ ছিল। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন এসেক্সের বিরুদ্ধে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, সমারসেটের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ভারতের এই অভিজ্ঞ স্পিনার। তাঁর এই পারফরম্যান্সের সুবাদে সহজেই জয় পেল নটিংহ্যামশায়ার।



অশ্বিন ভাল পারফরম্যান্স দেখালেও, হ্যাম্পশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হলেন ভারতের অপর এক ক্রিকেটার অজিঙ্কা রাহানে। প্রথম ইনিংসে চার রান করার পর দ্বিতীয় ইনিংসে তিন রান করেন এই ব্যাটসম্যান।