ম্যাঞ্চেস্টার: ফের ভারতের ম্যাচ চলাকালীন প্রতিবাদ-বিক্ষোভের সাক্ষী থাকল বিশ্বকাপ। মঙ্গলবার, ম্যাঞ্চেস্টারে ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ চলাকালীন বিক্ষোভ দেখায় একদল বিচ্ছিন্নতাবাদী। ভারত-বিরোধী স্লোগান তুলতে শুরু করে দেশ থেকে বিতাড়িত শিখ বিচ্ছিন্নতাবাদীরা। রাজনৈতিক বার্তা দেওয়া ব্যানার হাতে নিয়ে তারা মাঠেই বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পঞ্জাব ভেঙে পৃথক খালিস্তান চেয়ে তারা গণভোটের দাবিতে স্লোগান দেয়।
এই অবাঞ্ছিত ঘটনার দায় নিতে না চাইলেও ফের একবার আইসিসি-র মুখ পুড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার এক মুখপাত্র বলেন, টিকিটের শর্তাবলি লঙ্ঘন করে রাজনৈতিক স্লোগান তোলার জন্য সমর্থকদের একটি ছোট গোষ্ঠীকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ওই মুখপাত্র জানান, বিশ্বকাপে কোনওপ্রকার রাজনৈতিক বার্তা সমর্থন করে না আইসিসি। প্রথমে ওই সমর্থকদের বলা হয় যদি তারা মাঠে থাকতে চায়, তাহলে স্লোগান বন্ধ করতে। কিন্তু, তাতে কর্ণপাত না করায় তাদের বের করে দেওয়া হয়।
চলতি বিশ্বকাপের আসরে ভারত-বিরোধী স্লোগান ওঠার ঘটনা এই প্রথম নয়। এর আগে, গত শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে হেডিংলি মাঠের ওপর বিমানের লেজে ভারত-বিদ্বেষী স্লোগান লেখা ব্যানার আকাশে উড়তে দেখা যায়। যে কারণে, সেমিফাইনালের জন্য ওল্ড ট্র্যাফোর্ড মাঠকে ‘নো-ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়।