মুম্বই: বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জিতলেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। একটি আন্তর্জাতিক ক্রিকেট রেটিংয়ের বিচারে এই পুরস্কার পেয়েছেন অশ্বিন। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন কিংবদন্তী সুনীল গাওস্কর। বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন শুভমান গিল।


গত মরসুমে দেশের মাটিতে ১৩টি টেস্টের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে ভারত। এই জয়ের পিছনে অশ্বিনের অবদান ছিল সর্বাধিক। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই অফস্পিনার। গত ১২ মাসে তিনি ৯৯টি উইকেট নিয়েছেন। এই পারফরম্যান্সের সুবাদেই বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন অশ্বিন।

পুরস্কার নেওয়ার পর অশ্বিন পুরনো দিনের কথা স্মরণ করে বলেছেন, চিপকে প্রথমবার গাওস্করের অটোগ্রাফ নিয়েছিলেন তিনি। তামিলনাড়ুর অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের প্রশংসা করেছেন অশ্বিন।