টিএনপিএলে ডিন্ডিগুল ড্রাগনসের হয়ে খেলছেন তামিলনাড়ুর তারকা অফস্পিনার। তাঁদের ম্যাচ ছিল চিপক সুপার গিলিসের বিরুদ্ধে। ম্যাচটি জিতেছেন অশ্বিনরাই। তবে চর্চা শুরু হয়েছে তাঁর একটি ডেলিভারি নিয়ে।
ঘটনাটি চিপক সুপার গিলিসের ইনিংসের শেষ ওভারে। ম্যাচ জেতার জন্য তখন ২ বলে ১৭ রান দরকার ছিল তাদের। হাতে মাত্র এক উইকেট। কার্যত ম্যাচ হেরেই গিয়েছিল চিপক। বল করছিলেন অশ্বিন। ওভারের পঞ্চম বলটি করে ব্যাটসম্যান-দর্শক সকলকেই হতবাক করে দেন অশ্বিন।
কীরকম ছিল সেই ডেলিভারি?
পুরো রান আপ না নিয়েই বল করেন অশ্বিন। বলটি রিলিজ করার সময় তাঁর নন বোলিং আর্ম নড়েইনি। এবং স্টেপিংও ভুল হয়। যেটা ইচ্ছাকৃতভাবেই করা। সেই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
অশ্বিন অবশ্য বারবারই চমকপ্রদ ঘটনা ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন। গত আইপিএলে জস বাটলারকে মাঁকড়িং করে আউট করেছিলেন। টিএনপিএলের এই ডেলিভারি দেখে সকলেই বিস্ময়াবিষ্ট।