নয়াদিল্লি: ভারতের অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে আইপিএল-এর সময় ফিট থাকার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে না খেলার অভিযোগ করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা গুজরাত লায়ন্সের কোচ ব্র্যাড হজ। এর জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে তা সত্ত্বেও হজকে খোঁচা দিতে ছাড়লেন না এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ট্যুইটারে নাম না করেই তিনি লিখেছেন, এবার থেকে ৩০ মার্চ দিনটি বিশ্ব ক্ষমাপ্রার্থনা দিবস হিসেবে পরিচিত হবে।


রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পান বিরাট। সেই চোটের কারণেই তিনি ধর্মশালায় খেলতে পারেননি। আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ককে। এই খবর জানার পরেই ভারতের ক্রিকেটভক্ত, ভারতীয় ক্রিকেট দল এবং বিরাটের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন হজ। তাঁর দাবি, তিনি বিরাটকে অসম্মান করতে চাননি। তবে অশ্বিন বুঝিয়ে দিয়েছেন, ভারতের অধিনায়কের উদ্দেশে অসম্মানজনক মন্তব্যকে তিনি ভালভাবে নেননি।