নয়াদিল্লি: ১৯ সেপ্টেম্বরের ভারত, পাকিস্তান মহারণের প্রহর গুনছে ক্রিকেট দুনিয়া। সেদিন দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমু্খি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী। তার কয়েকদিন আগে দেখা গেল এক সৌহার্দ্যের ছবি। সৌজন্য পাক ক্রিকেটার শোয়েইব মালিক, ভারতের মহেন্দ্র সিংহ ধোনি। ক্রিকেট মাঠের বরাবরের টেনশনের প্রভাব দু দেশের ক্রিকেটারের মধ্যে বাইরে দেখা যায় না। ব্যক্তিগত স্তরে অনেকেই পরস্পরের বন্ধু। শুক্রবার দুবাইয়ে যৌথ প্র্যাকটিশের নেটেও দেখা গেল পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন। ধোনি ছায়ায় বসে রয়েছেন। সটান সেখানে হাজির শোয়েইব। ধোনির দিকে এগিয়ে গিয়ে গেলেন তিনি, হাত মেলালেন, কথা বললেন। সৌজন্য বিনিময় হল দুই অভিজ্ঞ ক্রিকেট তারকার। পাশে দাঁড়িয়ে অধিনায়ক রোহিত শর্মা।
ধোনিকে নিয়ে আগেও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শোয়েইব। গত বছর এক ফ্যানের প্রশ্নের উত্তরে ধোনি সম্পর্কে তিনি বলেন, ও হল গোট অর্থাত গ্রেটেস্ট অব অল টাইম!
বুধবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ভারত মঙ্গলবার প্রথম খেলবে হংকঙের সঙ্গে। অন্যদিকে পাকিস্তান আগামীকাল নামছে। উল্টো দিকে সেই হংকং।
এবারের এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে।
টুর্নামেন্টের সূচনা হচ্ছে শনিবার বাংলাদেশ, শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে।