শারজা: এশিয়া কাপে (Asia Cup) প্রথম বড় অঘটন ঘটতে ঘটতেও ঘটল না। পাকিস্তানকে চাপে ফেলেও শেষে ১ উইকেটে হেরে গেল আফগানিস্তান (Pak vs Afg)। রুদ্ধশ্বাস ম্যাচ গড়িয়েছিল শেষ ওভার পর্যন্ত। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। হাতে মাত্র ১ উইকেট। ফজলহক ফারুকি পরপর দুটি ফুলটস করে বসেন। আর দুই বলে দুটি ছক্কা মারেন নাসিম শাহ। এই জয়ের ফলে ভারত ও আফগানিস্তান, দুই দলেরই বিদায় ঘটে গেল। বৃহস্পতিবারের ভারত-আফগানিস্তান ও শুক্রবারের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার। রবিবার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।


আফগানিস্তান প্রথমে ব্যাট করে তুলেছিল ১২৯/৬। সেই সময় মনে করা হয়েছিল, পাকিস্তান সহজেই ম্যাচ জিতে নেবে। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন আফগান বোলাররা। ফজলহক ফারুকি শেষ ওভারে জোড়া ছক্কা খেলেও দুরন্ত বোলিং করে তিন উইকেট নেন। তিন উইকেট নেন ফারিদ আমেদও। ধারাল বোলিং করেন রশিদ খানও। ২৫ রানে ২ উইকেট নেন। মহম্মদ রিজওয়ান (২০), ইফতিকার আমেদ (৩০) ও শাদাব খান (৩৬) ছাড়া আর কেউই রান পাননি। শেষ ওভারে ব্যাট হাতে জোড়া ছক্কা মেরে পাকিস্তানকে জেতান পেসার নাসিম শাহ।


আফগানদের লড়াই


আফগানিস্তান ইনিংসের শুরুটা হয়েছিল ঝোড়ো গতিতে। মাত্র ৩.৫ ওভারে ৩৬ রান উঠে গিয়েছিল বোর্ডে। কিন্তু পাকিস্তানের আঁটসাঁট বোলিংয়ে শেষ পর্যন্ত খেই হারাল আফগানিস্তানের (Pak vs Afg) ব্যাটিং। মাত্র ১২৯/৬ স্কোরে আটকে যায় আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে হাজরাতুল্লা জাজাই ও রহমানুল্লা গুরবাজ শুরুটা ভাল করেন। ১৭ বলে ২১ করেন হজরাতুল্লা। ১১ বলে ১৭ রান করেন রহমানুল্লা। ইব্রাহিম জাদ্রান ৩৭ বলে ৩৫ রান করেন। শেষ দিকে ১৫ বলে অপরাজিত ১৮ রান করেন রশিদ খান। পাক বোলারদের মধ্যে ২ উইকেট হ্য়ারিস রউফের। ম্যাচ জিততে ১৩০ রান তুলতে হতো পাকিস্তানকে। যা ৪ বল বাকি থাকতে তুলে ফেলে পাকিস্তান।


এই ম্যাচে পাকিস্তানের জয় মানে এশিয়া কাপ থেকে ভারতের বিদায় ঘটে যাওয়া। বৃহস্পতিবার ভারত-আফগানিস্তান ম্যাচ  নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।


আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের (Afg vs Pak) অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচে লাফিয়ে বল ধরতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন মহম্মদ রিজওয়ান। তাঁর খেলা নিয়েও সংশয় ছিল। তবে রিজওয়ান আফগানিস্তানের বিরুদ্ধে খেলছেন।


টসের পর আফগানিস্তানের অধিনায়কের কথা শুনে অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীরা খুশি হয়েছিলেন। মহম্মদ নবি বলেছিলেন, 'আমরাও টস জিতলে হয়তো আগে ফিল্ডিং করতাম। পরের দিকে শিশির পড়বে। তবে আমরা ভাল বোলিং করব। ওদের সময়টা কঠিন করে তুলব। আগের ম্যাচের ভুলগুলি আর করতে চাই না।' দেখা গেল, ভুল কিছু বলেননি নবি। তবে শেষ হিসাবে সামান্য পিছিয়ে পড়ল আফগানিস্তান।


আরও পড়ুন: শারীরিক অক্ষমতার জন্য কটূক্তি করত পড়শিরাও, কোন মন্ত্রে বদলে গেল যোগেশের জীবন?