দুবাই: ভারতের বিরুদ্ধে তাঁকে তুরুপের তাস মনে করা হয়েছিল। কিন্তু চোট পেয়ে খেলতে পারেননি। রবিবার অবশ্য মাঠেই ছিলেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। ভি ভি আই পি বক্স থেকে তিনি পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করেন। তবে চোটের জন্য এবারের এশিয়া কাপে আর খেলা হচ্ছে না পাকিস্তানের (Ind vs Pak) সেরা পেসারের।


সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, লন্ডন উড়ে গিয়েছেন পাক পেসার। সেখানেই তাঁর রিহ্যাবিলিটেশন হবে। ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন শাহিন আফ্রিদি। গত জুলাই মাসে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন আফ্রিদি। তাঁকে ৪-৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাঁর পরিবর্তে মহম্মদ হাসনাইনকে দলে নিয়েছিল পাকিস্তান।


কোহলির সৌজন্য


মাঠে তাঁরা প্রবল প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে সেই রেষারেষির রেশ নেই। বরং সেখানে ভারত ও পাকিস্তান (Ind vs Pak), দুই দেশের ক্রিকেটারেরাই যেন পরম বন্ধু। একে অপরের সঙ্গে আড্ডা মারেন। করেন খুনসুটিও।


রবিবারও যে ছবি অপরিবর্তিত ছিল। এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ শেষ হওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) ও হ্যারিস রউফকে (Haris Rauf) মাঠের বাউন্ডারি লাইনের ধারে আলাদা করে কথা বলতে দেখা গেল। বিরাটের কাছে জার্সির আবদার করেন পাকিস্তানের পেসার। বিরাট সঙ্গে সঙ্গেই তাঁর ম্যাচের জার্সিটি উপহার দেন ডানহাতি পাক পেসারকে। ১৮ নম্বর জার্সিতে বিরাটের নামের নীচে অটোগ্রাফও করে দেন কোহলি। হ্যারিসকে দেখা যায় কোহলিকে ধন্যবাদ জানাতে।


পরে সেই ভিডিও শেয়ার করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লেখা হয়, 'ম্যাচ হয়তো শেষ হয়ে গিয়েছে কিন্তু এই মহূর্তগুলি উজ্জ্বল থেকে যাবে। ভারত-পাকিস্তান ম্যাচের শেষে স্বাক্ষরিত জার্সি হ্যারিস রউফের হরাতে তুলে দিলেন বিরাট কোহলি'।


 






আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাচ্ছেন, হার্দিক যেন ধোনির প্রতিচ্ছবি