দুবাই: আশা জাগিয়ে শুরু করেও এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরেই শেষ হয়ে গিয়েছে ভারতের দৌড়। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে পরপর ম্যাচ হেরে ফাইনালের আগেই বিদায় নিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। রবিবার ফাইনালে ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা। আর সেই ফাঁকেই ভারতের ক্ষত যেন উস্কে দিলেন রামিজ রাজা (Ramiz Raja)।


রামিজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। যিনি জানিয়েছেন, কী কারণে এশিয়া কাপে সমস্যায় পড়েছিল টিম ইন্ডিয়া। রামিজ বলেছেন, 'ভারত হেরে গিয়েছে কারণ ওরা একই দল ধরে রাখতে পারেনি। অনেক বেশি পরিবর্তন করেছে প্রত্যেক ম্যাচে। ওদের হয়তো অনেক ক্রিকেটার রয়েছে যাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। কিন্তু বেঞ্চের শক্তি দুর্দান্ত না হলে পরীক্ষার রাস্তায় না হাঁটাই ভাল। দল ভাল জায়গায় থাকলে সেই দলই ধরে রাখা উচিত আর টানা ম্যাচ জেতাকে লক্ষ্য করা উচিত।'


আজ ট্রফি জয়ের যুদ্ধ


আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা (Srilanka) ও পাকিস্তান (Pakistan)। সুপার ফোরে সব ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে দাসুন শনাকার দল। অন্যদিকে বাবর আজমের (Babar Azam) দল ভারত ও আফগানিস্তানকে হারালেও একমাত্র লঙ্কা বাহিনীর বিরুদ্ধে হেরে গিয়েছিল। সুপার ফোরে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এবার শ্রীলঙ্কা দলের সামনে। 





আরও পড়ুন: কোহলির পর এবার স্টিভ স্মিথেরও খরা কাটল, দুই বছর পর এল ওয়ান ডে সেঞ্চুরি