দুবাই: আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের (Asia Cup 2022) মহারণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান (Sri Lanka vs Afghanistan)। এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দ্বীপরাষ্ট্রে রাজনৈতিক অরাজকতার জেরে তা সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলেছে। অবশ্য মরুশহরে আয়োজিত হলেও, এশিয়া কাপের স্বত্ব শ্রীলঙ্কার কাছেই রয়েছে। প্রথম ম্যাচে তাই মাঠে নামছেও তারাই।


খাতায় কলমে এগিয়ে কোন দল?


বর্তমানে খাতায় কলমে অন্তত শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মধ্যে খুব একটা পার্থক্য নেই। একদিকে যেখানে রশিদ খানের মতো চ্যাম্পিয়ন লেগ স্পিনার তথা অলরাউন্ডার রয়েছে, সেখানে শ্রীলঙ্কা দলে রয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। তিনিও ব্যাটে বলে সমান দক্ষ। তবে রশিদের অভিজ্ঞতা অনেকটাই বেশি। মাহিশ থিকসানা ও মুজিব-উর--রহমানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আফগানিস্তানের যেখানে হজরতউল্লাহ জাজাই রয়েছে, সেখানে পাথুম নিসঙ্কার মতো উঠতি প্রতিভা রয়েছে লঙ্কান দলে। আফগানিস্তানের থেকে ব্যাটিং গভীরতা লঙ্কানদের একটু বেশি। তবে তাতে ম্যাচে খুব বেশি পার্থক্য হবে বলে মনে হয় না।


তবে শ্রীলঙ্কার চিন্তার বিষয় তাদের খারাপ ফর্ম। বিগত ১১টি বিশ ওভারের ম্যাচে লঙ্কান দল মাত্র দুইটি ম্যাচ জিতেছে। তবে আফগানিস্তান হালে কিন্তু বিশেষত টি-টোয়েন্টিতে বেশ ভালই পারফর্ম করেছে, তা যতই আয়ার্ল্যান্ড, জিম্বাবোয়ের মতো তুলনামূলক দুর্বল দলের বিরুদ্ধে হোক না কেন। জয় সবসময়ই আত্মবিশ্বাস বাড়ায়। ম্যাচে শেষমেশ এক কথায় বলতে গেলে আসল লড়াইটা হবে শ্রীলঙ্কার ব্যাটিং বনাম আফগানিস্তানের বোলিংয়ের। তবে রশিদ খান ও হাসারঙ্গা, এই ম্যাচে কেমন পারফর্ম করছেন, তার উপরই কিন্তু তাঁদের দলের জয় বা পরাজয়ের অনেকটা নির্ভর করছে। এক নজরে দেখে নিন কোথায় দেখবেন এই হাড্ডহাড্ডি ম্যাচ।


শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ কবে?


আজ, শনিবার (২৭ অগাস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের মহারণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কা ও আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে।


কখন শুরু শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ?


ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টা নাগাদই শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে। 


কোথায় দেখা যাবে এশিয়া কাপ?


স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এশিয়া কাপ?


অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা এই ম্যাচটি দেখতে পারবেন।


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকাতে চলেছেন বিরাট কোহলি