Tecno Phone: টেকনো সংস্থা ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। শোনা গিয়েছে, এবার লঞ্চ হবে Tecno Camon 19 Pro Mondrian Edition। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। Tecno Camon 19 সিরিজের এই ফোনে থাকতে পারে একটি কালার চেঞ্জিং বা রঙ পরিবর্তন করবে এমন রেয়ার বা ব্যাক প্যানেল। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে থাকতে পারে একটি ৬৪ মেগাপিক্সেলের RGBW+ (G+P) সেনসর।


অ্যামাজনের ওয়েবসাইটে Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে। তবে সেখানে ফোন লঞ্চের নির্দিষ্ট তারিখ বা সময় দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনের ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হয়ে সাদা, গোলাপি এবং নীল এই রঙগুলি দেখা যেতে পারে। টেকনো সংস্থার Polychromatic Photoisomer Technology এই ফোনের ব্যাক প্যানেলের রঙ পরিবর্তনের ক্ষেত্রে কাজ করবে। সূর্যের আলোর সংস্পর্শে এলে Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনের ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হবে।


Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

  • এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের RGBW+ (G+P) সেনসরে থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর।

  • টেকনো সংস্থার আসন্ন ফোনে ১৩ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।


Tecno Camon 19 Pro 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশনের সঙ্গে Tecno Camon 19 Pro Mandorian Edition ফোনের অনেক মিল থাকতে পারে বলেও শোনাও গিয়েছে।


Tecno Camon Pro 5G


চলতি বছর অগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Tecno Camon Pro 5G এই ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ২১,৯৯৯ টাকা। Cedar Green এবং Eco Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন।


আরও পড়ুন- ভিভো ওয়াই২২ দ্রুত লঞ্চ হতে পারে ভারতে, কেনার সময় পেতে পারেন ১০০০ টাকা ক্যাশব্যাক অফার